সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শপিং মলে দুঃখের গান বাজতেই তা’ন্ড’ব শুরু মহিলা ক্রে’তা’র, এরপর যা হলো

শপিংমলে অনেক সময় আমরা শুনতে পাই বিভিন্ন ধরনের গান বাজতে। কিন্তু শপিংমলে দুঃখের গান বাজানো হলে রীতিমতো রেগে আগুন হয়ে গেলেন এক মহিলা, কর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি জানালেন তিনি একেবারেই পছন্দ করছেন না এই গান। কিন্তু এত অবধি সবকিছু ঠিক ছিল। মহিলাকে থামতে বলে যখন তিনি একইভাবে উপদ্রব করে যান, তখন বাধ্য হয়ে ডাকতে হয় পুলিশ।

ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস ফ্রুট মার্কেটে ঘটেছে এই ঘটনা। অনেকেই অনেক রকম গান পছন্দ করেন কিন্তু এই মহিলার যে দুঃখের গান একেবারেই পছন্দ নয়, তা বোঝার কথা নয় মলের কর্মীদের। তবে সব গানের ক্ষেত্রে মহিলা কিন্তু এমন করেননি, নির্দিষ্ট একটি গান বাজতেই চিৎকার-চেঁচামেচি তিনি শুরু করে দেন। কর্মীরা এসে শান্ত করার চেষ্টা করলে ফল আরো খারাপ হয়ে যায়।

মহিলা আরো রেগে গিয়ে কর্মীদের বলেন, অবিলম্বে এই গান বন্ধ করে অন্য গান চালাতে হবে। কিন্তু অতো তাড়াতাড়ি প্লে লিস্ট না পাল্টাতে পারায় আরো বেশি ক্ষিপ্ত হয়ে মহিলা শপিং মলের ওই কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধ্য হয়ে মলের ম্যানেজার ফোন করেন পুলিশে।

পুলিশ এসে ওই মহিলাকে শান্ত করতে পারেননি। উপস্থিত পুলিশ অফিসার যত তাকে সংযত হতে বলেন ততই তিনি সপ্তম সুরে চিৎকার করতে থাকেন। অবশেষে নিরুপায় হয়ে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। জামিনে ছাড়া পেয়ে পুলিশ স্টেশনে তাণ্ডব করতে থাকেন ওই মহিলা। সেখানেও গালাগালি করা হয়। দ্বিতীয়বার গ্রেফতার করে হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ওই মহিলার মানসিক সমস্যা আছে বলেই মনে করা হচ্ছে।