সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নদীতে ভাটা পড়লেই নৌকার লাইন লা’গ’ছে! গঙ্গাকে কে’ন্দ্র ক’রে চলছে র’ম’র’মা ব্যবসা

নর্থ পোর্ট থানার পাশেই মাটি চোরেরা কলকাতার ভিত কাটছে। জোয়ার হলেই দেখা যায়, বেশ কিছু নৌকা বাবু ঘাটের পাশে এসে দাঁড়ায়। ভাটা হওয়ার সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে পাড়ের মাটি কেটে নৌকায় তুলতে শুরু করে। সেই মাটি কেটে নিয়ে চলে যায় কলকাতার বাইরে।

আরো পড়ুন:সিরিয়ায় ISIS প্রধানকে খ’ত’ম ক’র’লো আমেরিকা

প্রতিদিন এই ধরনের কাণ্ড চলছে। জোয়ারের সময় কমপক্ষে ২০-২৫টি নৌকা চলে আসে ওখানে। প্রত্যেকটি নৌকা প্রায় ৫ হাজার ঘনফুট মাটি কেটে নিয়ে যায় বলে অভিযোগ।

খোলাখুলি ভাবে এই মাটি চুরির চক্র চলছে। বাবুঘাটের পাশে পার্কের গা ঘেঁসে মাটি চুরি চলছে।

 

কলকাতা পোর্ট সূত্রে খবর, প্রত্যেকটি নৌকার রিভার ট্রাফিক চালান কাটা আছে। কিন্তু গঙ্গার মাটি কেটে নিয়ে যাওয়ার কোনও অনুমতি নেই। বিশেষজ্ঞদের মতে, এ ভাবে নদীর পাড়ের মাটি কাটলে, নদীর গতিপথ পরিবর্তন হলে, ক্ষতিগ্রস্থ হতে পারে নদীর উপকূল।

আরো পড়ুন:অমিতাভ বচ্চনের একটি কথায় কেঁ’দে উঠেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী

বাবুঘাট পার্কের কর্মীদের বক্তব্য, এই মাটি চুরি চক্রের পেছনে বড় মাথা কাজ করে। যারা মাটি কাটছিল, তাদের মধ্যে রোহিত কয়াল বলে, ‘আমরা প্রত্যেকে উলুবেড়িয়া, বাউড়িয়া থেকে আসি। এই মাটি ইট ভাটায় বিক্রি করি। গঙ্গার মাটি পলিমাটি হওয়ার জন্য ইট ভাল হয়।’