Home আন্তর্জাতিক পদ্মায় জাল ফেলতেই বি’রা’ট কাতলা মাছ উ’ঠে এ’লো, ওজন ২১ কে’জি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পদ্মায় জাল ফেলতেই বি’রা’ট কাতলা মাছ উ’ঠে এ’লো, ওজন ২১ কে’জি

যতদিন যাচ্ছে চড়া দ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়ে পড়ছে। বাজারের সাধারণ সবজি মাছ কেনাও দুষ্কর হয়ে পড়ছে যেনো দিনকে দিন। বিশেষ করে গত একমাস ধরে মাছে যেনো হাত দেওয়াই যাচ্ছে না এতটাই দাম বেড়েছে। সাথে বাজারে আসছেও কম। অনেকেই মনে করছেন আগের থেকে উৎপাদন কমে গিয়েছে তাই এত দাম বেড়ে যাচ্ছে মাছের।

এদিকে বাঙালির পাতে মাছ না হলে চলে না। তাই একটু বেশি টাকা গাঁটের খরচ করেই কিনতে হচ্ছে বাঙালিকে মাছ। আর এরকম একটা অবস্থার মধ্যেই বাংলাদেশের একটা মাঝি একটা পেল্লায় সাইজের কাতলা ধরে চার দিকে হই হই কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন।

বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেছিলেন ইসহাক সর্দার নামে এক মৎস্যজীবী মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ। সেখানে কদিন ধরেই জাল ফেললেই মাছ হচ্ছিল। কিন্তু বেশিরভাগ দিন পাঙ্গশ মাছই জালে উঠছিল।

আরো পড়ুন: ভিকি-র ঘুম ভা’ঙা’তে অভিনব কা’য়’দা রপ্ত করেছেন ক্যাটরিনা, আপনিও ট্রা’ই করতে পারেন!

তবে এইদিন হটাৎ করেই প্রায় ২১ কেজি ওজনের একটি কাতলা মাছ তার জালে ধরা পড়ে। যেটা দৌলতদিয়ার বাজারে বেশ চড়া দামে বিক্রি করেন তিনি ওপর বাংলার সংবাদ মাধ্যম প্রথম আলোর কাছে তিনি নিজেই এই কথা বলেন। আরো জানা যায় যে, ওই কাতলা মাছটি কেজি প্রতি ১৩৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৩৫০ টাকায় কেনেন ব্যবসায়ী মহম্মদ চান্দু মোল্লা।

ইনিও একজন মাছ ব্যাবসায়ী। সে এত দামে কেনার পরও আবার ওই মাছটি আরো কেজি প্রতি ৫০-১০০ টাকা লাভ রেখে বিক্রি করার কথাও ভাবছেন চান্দু মোল্লা। দেশের বিভিন্ন প্রান্তে এর মধ্যেই তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন মাছটি সেল করার জন্য সেরকম কথাই জানিয়েছেন তিনি।