সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ফে’র ED, CCTV ফু’টে’জ খতিয়ে দে’খা হচ্ছে

এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার দুটি ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।

ডায়মন্ড সিটির বাড়ি এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে এই বিপরীত পরিমাণ ধনসম্পত্তি উদ্ধার করা হয়। এবার অর্পিতার বেলঘরিয়ার আরও একটি ফ্ল্যাটে তদন্ত চালালো অফিসাররা।

বেলঘরিয়ার ক্লাব টাউনে তদন্তকারী আধিকারিকেরা এদিন আরো একবার তল্লাশি চালিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারীদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বেলঘড়িয়ার রথ তলা এলাকায় পৌঁছে যায়।

আরো পড়ুন: DLEd কলেজ গুলোর মাধ্যমেই প্রাথমিকে চা’ক’রি বি’ক্রি হতো, খুঁ’জে বে’র করলো ED

সন্ধে সাতটার কিছু পরে সেই ফ্ল্যাটে ঢুকে টানা দুই ঘন্টা ধরে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখান থেকে বেশ কিছু ছবি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন তারা।

অর্পিতার বেলঘড়িয়ায় বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা ডায়মন্ড সিটির ফ্ল্যাটকেও ছাপিয়ে গিয়েছে। নগদ টাকার পাশাপাশি প্রচুর সোনার গয়না এবং সোনার বার উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ছিল চার কোটি টাকার বেশি।

অর্পিতা কিভাবে এই বিপুল পরিমাণ টাকার পাহাড় জমালেন তার বাড়িতে? এই টাকার উৎস কি? এই টাকা সঙ্গে নিয়োগ দুর্নীতির কি কোন যোগাযোগ রয়েছে? আপাতত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা।