সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নাড্ডার কাছে দুই নেতাকে নিয়ে না’লি’শ অর্জুনের, অ’ভি’যো’গ ৬ দফায়

এমনটা যে হওয়ারই ছিল সেটা আগের থেকেই আন্দাজ করা গিয়েছিল। ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিংহ বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়ে রাজ্য ছেড়েছিল। তার দিল্লি সফরে গিয়ে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার এর কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর বিরুদ্ধে একরাশ নালিশ করে বসেন তিনি।

গত সোমবার গভীর রাতে জেপি নাড্ডার সাথে দেখা করেন অর্জুন সিংহ। আর সেখানেই দলের বর্তমান পরিস্হিতি সম্পর্কে ব্যাখ্যা দেন। শুধু এই দুই নেতাই নয় সাথে অমিত মালব্যকেও তিনি বিধেছেন। তিনি বলেছেন, ক্ষমতার কিভাবে তারা অপব্যবহার করে চলেছে। যদি সময় থাকতে বঙ্গ বিজেপির ওপর কেন্দ্র বিজেপি সংগঠনের রাশ না টানে তাহলে আগামীতে বাংলায় বিজেপির খুবই খারাপ অবস্হা লক্ষ্য করা যাবে।

তবে কি শুধু অর্জুন সিং? তা কিন্তু নয়, কারণ এর আগে দিলীপ ঘোষও একই কাজ করেছেন। জেপি নাড্ডার সাথে কথা বলেছেন, আর সেখানে গিয়ে বঙ্গ বিজেপির নামে একরাশ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, দলে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করা হয় না। দলে বর্তমানে পুরনোদের থেকে নতুনদের গুরুত্ব বাড়ছে।

আরো পড়ুন: কাঁকড়া কে’ড়ে নি’তে পারে কি আপনার প্রাণ? কি বলছেন বিশেষজ্ঞরা?

এমনকি দল যে একেবারে অভিভাবকহীন হয়ে পড়েছে সেই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এরপরেই নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সহ বাংলায় এসেছিলেন, মনে করা হচ্ছে অমিত শাহের ধমক খেয়ে তারা রাস্তায় নেমেছিল গা ঝাড়া দিয়ে। কিন্তু তাতেও যেন কোনো লাভের মুখ দেখছে না বঙ্গ বিজেপি।

তবে এবারের অভিযোগ যেন আরো বেশি জোরালো, কারণ বিজেপি সূত্রে জানা যাচ্ছে অর্জুন সিং নাকি ৬ দফায় অভিযোগ জানিয়েছে। প্রথমে তিনি অভিযোগ জানিয়েছে দলে অনভিজ্ঞ লোক থাকার কারণে, দলের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

যদিও দলের ধমক খেয়ে রাস্তায় নামছে তারা কিন্তু সেটা কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক। আর এই কারনেই দলের নেতাদের মধ্যে দল ছাড়ার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। তাই যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া যায়, তাহলে আগামীতে বিজেপি বঙ্গে পদ্ম ফুটাতে পারবে না বলেই মনে করা হচ্ছে।।