সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি খুব মিশুকে? তবে এই চাকরিগুলোতে অ’না’য়া’সে করতে পারবেন উ’ন্ন’তি! উ’পা’র্জ’ন হবে মোটা টা’কা

বহির্মুখী মানুষরা অন্যদের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। পার্টি হোক বা কর্মক্ষেত্রের মিটিং, এরা সাধারণত তাদের আবেগ প্রকাশ এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সকলের কাছে সেরা হয়ে ওঠেন। আপনি কি তাদের মতো? আপনি কি জানেন যে মিশুকে মানুষদের জন্য কেমন চাকরি উপযুক্ত? তাহলে আসুন জেনে নেওয়া যাক ঠিক কী ধরনের কাজ আপনার জন্য মানানসই!

১) Management Consultant: এঁরা এদের ব্যবসার উন্নতির জন্য ছুটে চলেন। সেই কারণেই বিভিন্ন সংস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করার চেষ্টা করেন। এঁরা মূলত ব্যবসার প্রধান, বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন সংস্থার কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এঁরা পরামর্শদাতা সংস্থাগুলি দ্বারা নিযুক্ত হন এবং বিভিন্ন প্রকল্পে কাজ করতে সক্ষম হন।

২) (PR Manager or Executive): পিআর ম্যানেজার বা এক্সিকিউটিভ একটি কোম্পানির জন্য খুবই দরকারি একটি পদ। আর এই পদের জন্য অবশ্যই মিশুকে হতে হবে আপনাকে। যে কোনো পরিস্থিতির জন্য এই পদের মানুষদের তৈরি থাকতে হবে। যে কোনো সঙ্কটের সময় তাদের সৃজনশীল চিন্তাভাবনা এবং পরিচালকীয় দক্ষতা প্রদর্শনের একটি দুর্দান্ত সুযোগ দেয় এই কাজ। পিআর পরিচালকরা ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং তাদের বার্তা জনসাধারণ বা শ্রোতাদের কাছে পৌঁছে দিতে সহায়তা করেন।

৩) HR Manager: এই পদটিও যে কোনও কোম্পানির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফিল্ডে সঠিকভাবে যোগাযোগ করা সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিয়োগকারী এবং প্রার্থীদের একই তথ্য দেওয়ার জন্য একজন এইচআর ম্যানেজারকে সংস্থার নিয়ম, শর্তাবলীর প্রতি সাবলীল হতে হয়। এঁদের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়, তাই মিশুকে না হলে চলে না।

৪) Customer Success Manager: কাস্টমার সাকসেস ম্যানেজারের কাজ হল, যে সব গ্রাহকরা যখন দ্বিধায় থাকেন বা কোনো পণ্য সম্পর্কে সমস্যার মুখোমুখি হন তখন তাঁরা সাহায্য করেন। গ্রাহক পরিষেবা সম্পর্কেও বোঝানোর দায়িত্বে থাকেন তাঁরা। এছাড়া গ্রাহকদের সঙ্গে শান্তভাবে কথা বলতে হয়, এর জন্যও মিশুকে হওয়া প্রয়োজন।

৫) Event Planner: এই জাতীয় মানুষদের সবার সঙ্গে কী ভাবে কথা বলতে হয় বা যোগাযোগ রাখতে হয় সে বিষয়ে ওয়াকিবহাল থাকতে হয়। কারণ একটি অনুষ্ঠানের পরিকল্পনা করার জন্য প্রত্যেকের সঙ্গে দক্ষ যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন। সব কিছুর উপর নজর রাখার জন্য এবং সঙ্কটের সময় সবাইকে সমর্থন করার জন্য দায়বদ্ধ থাকতেও হয়। এই পেশায় এমন লোকদের প্রয়োজন যারা অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন।