সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোলির ছুটিতে পুরী ঘু’র’তে যাওয়ার পরিকল্পনা করছেন? স্পেশাল ট্রেন চা’লু রেলের, জেনে নিন

সামনেই দোল উৎসব। শেষমুহূর্তে টিকিট পাচ্ছেন না? সেই পরিস্থিতিতে আপনার সমস্যার সমাধান করতে পারে দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ ট্রেন।

দোলের ছুটিতে পুরীগামী যাত্রীদের জন্য সেই ট্রেন চালানো হবে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দোল উপলক্ষে আগামী বৃহস্পতিবার ১৭ মার্চ শালিমার থেকে বিশেষ ট্রেন চালানো হবে।

তবে সরাসরি পুরীতে যাবে না সেই বিশেষ ট্রেন। পুরীর কাছেই মলাতিপাতপুর স্টেশন পর্যন্ত চলবে সেই ট্রেন। যেখান থেকে পুরীর দূরত্ব কম – মেরেকেটে ১০ কিলোমিটার।

আরো পড়ুন: শিশু কন্যাকে রে’প করে খু’ন, দুজনকে এনকাউন্টার অসম পুলিশের

ফলে কোনও যাত্রী যদি সরাসরি পুরী যাওয়ার ট্রেনের টিকিট না পান, তাঁর কাছে বিকল্প হয়ে উঠতে পারে শালিমার-মলাতিপাতপুর হোলি স্পেশাল।

০২৮৩৭ শালিমার-মলাতিপাতপুর হোলি স্পেশাল: আগামী বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শালিমার থেকে ছাড়বে। রাত ২ টো ৫৫ মিনিটে (ইংরেজি মতে, ১৮ মার্চ) মলাতিপাতপুরে পৌঁছাবে।

০২৮৩৮ মলাতিপাতপুর-শালিমার হোলি স্পেশাল: ফিরতি পথে শুক্রবার (১৮ মার্চ) দুপুর ২ টো ৫৫ মিনিটে মলাতিপাতপুর থেকে ছাড়বে শালিমারগামী ট্রেন। যা শালিমারে পৌঁছাবে রাত ১১ টা ৪০ মিনিটে।