সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি বাংলাদেশে যাচ্ছেন? সেদেশে চা’লু হ’চ্ছে ট্যুরিস্ট সিম

আমরা বিদেশে গিয়ে এয়ারপোর্টে নেমেই প্রথমে যে কাজগুলোর কথা ভাবি তার মধ্যে মোবাইল যোগাযোগ, ইন্টারনেট সংযোগ গুরুত্বপূর্ণ কাজ। বিশ্বের অনেক দেশের এয়ারপোর্টেই বিদেশীদের জন্য ওই দেশের অপারেটরগুলো নানা অফার- প্যাকেজের ট্যুরিস্ট বা ট্রাভেল সিম দিয়ে থাকে। যা মেলে দেশগুলোর সবখানেই। প্রতিবেশী দেশ ভারত কিংবা মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে মোবাইল অপারেটরগুলোর ট্যুরিস্ট সিমের হরেক ব্র্র্যান্ডিং দেখা যায়।

বিদেশীরা যার যার পছন্দ অনুযায়ী তাদের পাসপোর্টের বিপরীতে সেসব সিম কেনেন এবং এই সিম বেশ জনপ্রিয়ও। বাংলাদেশে এখন পর্যন্ত ট্যুরিস্ট সিম বা ট্রাভেল সিম বলতে যা বোঝায় এমন কোনো সিম নেই। বিভিন্ন প্রয়োজনে আসা বিদেশী কিংবা পর্যটকদের জন্য আলাদা ব্র্যান্ডিংও নেই। দেশে অপারেটরগুলো সাধারণ যেসব সিম বিক্রি করে থাকে প্রয়োজন হলে সেখান হতে বিদেশীরা তাদের পাসপোর্টের বিপরীতে সিম নেন।

তবে এবার ট্যুরিস্ট সিম বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের মতোই চালু হচ্ছে। ইতিমধ্যেই বিটিআরসি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় নীতি-নির্দেশনাও তৈরি করেছে। এই ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট নম্বর ব্লকের হবে। এই ব্লকের বাইরে অপরারেটররা ট্যুরিস্ট সিম বরাদ্দ দিতে পারবে না। ট্যুরিস্ট সিম হবে ৭, ১৫ এবং ৩০ দিন মেয়াদে । আর নিবন্ধনকৃত ওই সিম ৩০ দিন পর অনিবন্ধিত হয়ে যাবে। ট্যুরিস্ট সিমের পরে যদি কোনো বিদেশীর দীর্ঘমেয়াদে সিম প্রয়োজন হয় তাহলে বিডার ওয়ার্ক পারমিটের বিপরেতে নিয়মিত নতুন সিম নিতে পারবেন।

আরো খবর: আর্জেন্টিনা জিতলেই এই কাজটি করে ফেলবেন স্বস্তিকা! ভক্তদের ক’থা ফেলতে পারলেন না অভিনেত্রী

এখানে তার ব্যবহৃত ট্যুরিস্ট সিমের কোনো রূপান্তর করা যাবে না এবং দীর্ঘমেয়াদে ট্যুরিস্ট সিমের কোনো নম্বর নিতে পারবেন না। অপারেটররা বিদেশী বা পর্যটকের চাহিদার প্রেক্ষিত্রে ভিন্ন অফার-প্যাকেজ দিতে পারবেন। তবে দেশে-বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস এবং কম্বো প্যাকেজ ছাড়া আর কোনও প্যাকেজ অফার করা যাবে না। এই সিমের জন্য করা প্যাকেজ-অফারে বিটিআরসির পূর্বানুমতি লাগবে। আর প্যাকেজগুলো অপারেটরের নিয়মিত প্যাকেজের মধ্যে পড়বে না।