সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আরো এক অভিনেত্রী নাম উঠে এলো, তার হাত ধরেই নাকি টলিউডে জা’ল বি’ছি’য়ে ছিলো কুন্তল!

শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল যে কত দূর ছড়িয়ে রয়েছে ,তার নাগাল পেতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ED ও সিবিআই কে । প্রথমে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা ও কোটি কোটি টাকার গয়না।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে। গতকাল উঠে এসেছে অভিনেতা বনির নাম।আজ আরও ছয় জন অভিনেতা অভিনেত্রীর যোগসূত্রের খবর মিলছে।

এদের মধ্যে একজন অভিনেত্রী কুন্তলের টলিউডে নেটওয়ার্ক তৈরিতে সবচেয়ে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এই অভিনেত্রীকেও জেরা করতে চায় ED। আরও জটিল আকার ধারণ করছে তদন্ত।

আরো খবর: পেয়ারা খেলেও এই ফল গাছের পাতার এত গুণ! জানলে আপনিও খাওয়া শুরু করবেন

নিয়োগ দুর্নীতি কাণ্ডে টলিউডের প্রত্যক্ষ যোগাযোগের রয়েছে,এমনটাই দাবি করেছিলেন অনেকে। তবে এই প্রথম কোনও অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।সূত্রে খবর, চলতি সপ্তাহে ইডি দফতরে তলব করা হয়েছে বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্তকে।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি তদন্ত করার সময় সেখানে বনির নাম উঠে আসে।তাই তাঁকে তলব করা হয়েছে। বনি জানিয়েছেন তিনি সঠিক সময়ে পৌঁছে যাবেন।

অপরদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানাও , আরও যে ছয় জন অভিনেতা-অভিনেত্রীর ওপর সন্দেহ রয়েছে তাদের। এদের মধ্যে তিনজন অভিনেত্রীর অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে । এই দিকগুলিই চিরুনি তল্লাশি করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।