সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাত পাকে বা’ধা, কনের এই ম’ন্ত্র উচ্চারণে দা’ম্প’ত্য জী’ব’নে পরে ব্যা’প’ক প্র’ভা’ব

বিয়ে হলো এক পবিত্র সম্পর্ক । শুধু দুজন মানুষের মিল নয় দুটি আত্মার মিলন ঘটে তাও আবার সাত জন্মের । সাত জন্মের পত্রিকা মজবুত করার জন্য সাতপাক ঘোরা।

হিন্দু ধর্মে 7 নাম্বার কে শুভসংখ্যা মনে করা হয় । দিন থেকে শুরু করে রং সবকিছুতে সাতের বর্ণনা। অগ্নি কে সাক্ষী রেখে হিন্দু বিয়েতে সাবধান করার সময় বর-কনে পুরোহিতের দেওয়া মন্ত্র বলে। প্রতিটি মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে।

প্রথম পাক – প্রথম পাকে পাত্র তার সঙ্গিনীর দায়িত্ব নিবে বলে জানান । সন্তান খাদ্য পোশাকের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়ে থাকে । উত্তরে কনে জানায় তিনি দায়িত্ব নিয়ে সংসার সামলাবেন।

আরো পড়ুন: রেলস্টেশনে ভ’জ’ন করে ইনকামের টা’কা’য় হাজার হাজার অনাথ শিশুদের দত্তক নি’তে’ন এই মা

দ্বিতীয় পাক – এই পাকে পাত্র প্রতিজ্ঞা করে জীবনে ওঠাপড়া দ্বন্দ্বযুদ্ধে কখনো সঙ্গিনীর সাথ ছাড়বেন না । উত্তরে কনে জানায় তিনি স্বামীকে সাহস যোগাবেন।

তৃতীয় পাক- এই পাকে পাত্র ও কনে আধ্যাত্মিক কর্তব্য পালনের প্রতিজ্ঞা নেন। প্রতিজ্ঞা করেন একসাথে সমৃদ্ধশালী হয়ে উঠবেন।

চতুর্থ পাক – এই পাকে পাত্র জানায় ভালোবেসে তার স্ত্রীর সম্মান রক্ষা করবেন । স্ত্রী জানায় তিনি ভালোবাসার মর্যাদা রক্ষা করবে।

পঞ্চম পাক- এই পাকে একে অপরের বন্ধু হওয়ার প্রতিজ্ঞা নেন। দেব দেবীর কাছে প্রার্থনা করেন তারা যেন সুস্থ থাকেন এবং ভবিষ্যতে তাদের সন্তানদের দীর্ঘজীবন প্রার্থনা করেন।

আরো পড়ুন: “ট্রাজেডি কুইন” মিনা কুমারী সৌন্দর্যের দি’ক দি’য়ে সবাইকে দিয়েছেন দশ গো’ল! তারই সা’ক্ষী এই ছবিগুলো

ষষ্ঠ পাক – এই পাকেপাত্র কনে সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা জানায়।

সপ্তম পাক – অবশেষে অগ্নির সামনে তারা প্রতিজ্ঞা করেন আমরা স্বামী-স্ত্রী হলাম, এখন আমাদের জীবন একসাথে শুরু হল।