সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা জ্বা’লা’নি’র দা’ম না কমানোয় বিরক্ত হয়ে একজোড়া ঘোড়া কিনলেন যুবক

অবশেষে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর জন্য কেন্দ্রের তরফ থেকে লাগু করা শুল্কের উপর ছাড় দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকার এখনো পর্যন্ত ভ্যাট কমায়নি। তাই রাজ্যের এক যুবক অভিনবভাবে প্রতিবাদ জানালেন রাজ্যের সরকারের বিরুদ্ধে। পেট্রোলের খরচ বাঁচাতে তিনি কিনে ফেললেন দুটি ঘোড়া।

ব্যান্ডেলের যুবক অলক কুমার রায় এমনই অভিনব ভাবে তার প্রতিবাদ জানালেন। পেট্রোলের খরচ বাঁচানোর পাশাপাশি অবশ্যই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্য রয়েছে তার। এই যুবককে দেখে স্থানীয়রা বেশ উৎসাহিত হয়েছেন। তার কাছে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিতে ছুটে আসছেন অনেকেই।

হুগলি চুঁচুড়া থানার ব্যান্ডেলের বলগড় রোডের বাসিন্দা ওই যুবক প্রায় 8 বছর সৌদি আরবে ছিলেন। সেখানে নামকরা কোম্পানির হেভি ইকুইপমেন্ট অপারেটর ছিলেন তিনি। তবে করোনার জন্য তিনি বাড়িতে ফিরে আসেন। সৌদিতে থাকাকালীন ঘোড়ায় চড়া শিখে নিয়েছিলেন অলক। দেশে ফিরে এসে জ্বালানির মূল্যবৃদ্ধি দেখে তার মাথায় হাত।

তখনই তিনি বিকল্প হিসেবে ঘোড়ায় চড়ার সিদ্ধান্ত নেন। সঙ্গে পরিবেশের কথা ভেবেও তিনি দুটি ঘোড়া কিনে ফেলেন। চলতি বছরে জন্মাষ্টমীতে তিনি কলকাতার হেস্টিংস থেকে কাটিয়াওয়ারা প্রজাতির একটি ঘোড়া কিনেছেন। যা কিনতে তার খরচ পড়েছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা। কালীপুজোর দিন আবার সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে তিনি আরও একটি ঘোড়া কিনেছেন। পেট্রোল কিনতে যে খরচ হতো সেই টাকা দিয়ে তিনি ঘোড়াদের খাবার কিনছেন।