সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Android Smartphone: আর কিছুদিন পর এই ফোনগুলো কা’জ করা ব’ন্ধ করে দে’বে

অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। এতদিন যারা কম দামের স্মার্ট ফোন ব্যবহার করে আসছিলেন তারা আর নিজেদের ফোনে গুরুত্বপূর্ণ বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না। ২৭শে সেপ্টেম্বর থেকে বেশকিছু এন্ড্রয়েড ভার্সন অকেজো হয়ে যেতে চলেছে। যার ফলে এই স্মার্টফোনে আর গুরুত্বপূর্ণ দরকারি অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা যাবে না। যেমন ইউটিউব, গুগোল ড্রাইভ, গুগোল ম্যাপস, জিমেইলের মতো পরিষেবাগুলি আর পাওয়া যাবে না এই ফোনে।

তাহলে স্বভাবতই এখন আর পুরনো ফোন ব্যবহার করতে পারবেন না অ্যান্ড্রয়ডের ইউজাররা। কাজেই নতুন ফোন কেনা ছাড়া তাদের হাতে এখন আর অন্য কোনও উপায় নেই। অ্যান্ড্রয়েড 2.3.7 বা এর থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলিতে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড ভার্সন 3 না হলে এবার আর পুরনো ফোন ব্যবহার করতে পারবেন না গ্রাহক।

অ্যান্ড্রয়েড 2.3.7 অথবা কম ভার্সনের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েডে ভার্সান 1.0, 1.1, 1.5 কাপকেক, 1.6 ডোনাট, 2.0 এক্লেয়ার, 2.2 ফ্রোয়ো ও 2.3 জিঞ্জারব্রেড। অর্থাৎ এই মোবাইলগুলোতেই ২ সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েডের এই সমস্ত ভার্সনে ইউজারদের গুগলের অ্যাপস যেমন জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ, ইউটিউব ইত্যাদিতে লগইন করার সময় ‘USERNAME OR PASSWORD ERROR’ দেখাবে। তবে ইউজাররা যদি চান তাহলে তারা ওয়েব ব্রাউজার থেকে লগইন করে কাজ চালাতে পারবেন।