সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেপ্টেম্বরে উত্তরবঙ্গ স’ফ’রে আসছেন অমিত শাহ, প্র’স্তু’তি চলছে গেরুয়া শি’বি’রে

একুশের বিধানসভা নির্বাচনের পর এবার ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সেপ্টেম্বর মাসে অমিত শাহ বাংলা সফরে আসছেন বলে জানানো হয়েছে। এই দফায় বাংলায় এসে তিনি বৈঠকে বসতে পারেন বলে আভাস মিলেছে। রাজ্য বিজেপির সদস্যরা অবশ্য এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। তাদের দাবি এই সংক্রান্ত কোনো খবর তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি।

এদিকে উত্তরবঙ্গের বিভাজন নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অতএব বঙ্গভঙ্গ নিয়ে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরও বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসঙ্গত উত্তরবঙ্গ নিয়ে বেজায় শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। এক দলের দাবি বাংলাকে ভেঙে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে মর্যাদা দেওয়া হোক। অনেকে আবার উত্তরবঙ্গ ষকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি তুলছেন।

বঙ্গভঙ্গ ইস্যুতে বিজেপি আপাতত বেশ অস্বস্তির মুখে পড়েছে। বিজেপির তরফ থেকে একাধিক নেতা কর্মীরা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলার দাবি জানাচ্ছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য এই বিতর্ক আরো বাড়িয়ে দিচ্ছে। তিনি কখনো বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন জানাচ্ছেন, কখনো আবার বলছেন বিজেপি বঙ্গভঙ্গকে সমর্থন করে না। এই নিয়ে রাজনৈতিক শিবিরে জলঘোলা চলছে। এদিকে দলীয় কর্মীদের মধ্যেও বিষয়টিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আগামী ১লা সেপ্টেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে বৈঠকের আয়োজন হতে চলেছে। বিজেপি শিবিরের ২৯ জন বিধায়ক এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। বঙ্গভঙ্গ নিয়ে আগামী পদক্ষেপ কি হতে চলেছে সেই সংক্রান্ত সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে। অতএব এই বৈঠকের সিদ্ধান্তের উপর নজর রয়েছে রাজনৈতিক মহলের।