সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ন’থি সবসময় নিজের সঙ্গে রাখুন, না হলেই জ’রি’মা’না ১০ হাজার অথবা জে’ল, জানুন গাড়ি চালকরা

দীপাবলি পেরোতে না পেরোতেই ফের দূষণে ভরে গিয়েছে দিল্লি। এই বছর দীপাবলিতে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। তবে সেই নির্দেশ অমান্য করে অনেকেই বাজি পুড়িয়েছেন। যার ফলে ধোঁয়ায় ঢেকে গিয়েছে দিল্লি শহর। এমতাবস্থায় শ্বাসকষ্ট এবং চোখ জ্বালা করার সমস্যায় ভুগছে দিল্লিবাসী। বিশেষত যারা করোআ সমস্যায় ভুগছিলেন তাদের সমস্যা বেড়েছে।

এমতাবস্থায় প্রশাসনের তরফ থেকে কড়া অবস্থান নেওয়া হচ্ছে। দিল্লির রাস্তায় গাড়ি নিয়ে বেড়ানোর ক্ষেত্রে গাড়ি চালকদের জন্য পি ইউ সি সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এই সার্টিফিকেট না থাকলে জরিমানা এবং জেল দুটোই হতে পারে। এমনকি সার্টিফিকেট না থাকলে চালকের লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে।

দু-চাকার বাইক থেকে শুরু করে চার চাকা পর্যন্ত এই নিয়ম কার্যকর করা হয়েছে। একটি গাড়ি থেকে কি পরিমান কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনো অক্সাইড বাতাসে মিশছে তা জানার জন্যই পি ইউ সি সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস, ১৯৮৯ অনুসারে চার চাকার BS-IV গাড়ির জন্য PUC শংসাপত্রের বৈধতা এক বছর এবং অন্যান্য যানবাহনের জন্য তিন মাস বৈধতা থাকে।

পেট্রোল এবং সিএনজির দুই চাকার এবং তিন চাকার গাড়ির জন্য দূষণ পরীক্ষার ফি বাবদ ৬০ টাকা নেওয়া হয়ে থাকে। ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রে শংসাপত্র তোলার জন্য ১০০ টাকা খরচ হয়। পেট্রোল চালিত চার চাকার জন্য খরচ হবে ,৮০ টাকা।