সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিরকুটে চাকরি পাওয়া সব চোর-ডাকাতরা DA মঞ্চে গিয়ে বসে আছে, বি’স্ফো’র’ক অভিযোগ মমতার

চাকরি নিয়ে রাজ্য সরকারের নেতা-নেত্রীদের একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। চাকরি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন তৃণমূলের নেতা-নেত্রী থেকে মন্ত্রীরা। এদিকে কুনাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র সিপিআইএমের চাকরি দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন তারা। এবার চুপ করে থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ধরণা মঞ্চ থেকে জানালেন কারা চিরকুটে চাকরি পেয়েছেন।

আম্বেদকর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানাবেন চিরকুটের মাধ্যমে চাকরি পাওয়া লোকগুলো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বাম আমলে চিরকুটের মাধ্যমে চাকরি হতো এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন চিরকুটের মাধ্যমে চাকরি পাওয়া ওই চোর ডাকাত গুলো এখন বসে রয়েছে আমার মাথা খাওয়ার জন্য।

চোর ডাকাত গুলো অতিরিক্ত মহার্ঘ ভাতা পাওয়ার জন্য মঞ্চে গিয়ে বসে আছে। মমতা একদিন তাদের আক্রমণ করে বলেন প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই ওই চাই সেটা চাই করে বেড়ান।

আরো খবর: ডিম সেদ্ধ করে রে’খে দিচ্ছেন? কতক্ষণের মধ্যে খাওয়া উ’চি’ত? জানেন না কেউই!

এরপরে তিনি মন্ত্রী শশী পাজার কাছ থেকে একটি তালিকা চেয়ে নেন তিনি বলেন ওদের কাছ থেকে আমাকে জ্ঞান শুনতে হবে চোরেরা ডাকাতরা ডাকাতের সর্দার তারা চিরকুটে চাকরি পেয়েছে। একেতে দুর্নীতির অভিযোগে কলঙ্কিত তৃণমূল সরকার তার উপর বারবার কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী নিজেও বসেছেন ধরনায়। সেখান থেকেই তিনি একদিকে যেমন কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন ঠিক তেমনভাবেই সংগ্রামী যৌথ মঞ্চের কর্মচারীদের নজির বিহীন আক্রমণ করেছেন।