সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তারা সকলেই স্টারকিড, তবুও অভিনয়কে পে’শা হি’সে’বে নেননি, গড়েছেন নি’জ’স্ব পরিচয়

বলিউড ইন্ডাস্ট্রিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনয় করে আসছেন তারকাদের সন্তানরা। বাবা মা অভিনয়ের সাথে যুক্ত হলেই ছেলে মেয়েকেও দেখা যায় অভিনয়ের জগৎকেই কেরিয়ার হিসেবে বেছে নিতে। আর তাদের বেশি স্ট্রাগল করতেও হয়না তাঁদের পরিবারের জন্য। যেখানে একজন সাধারণ বাড়ির ছেলে মেয়েকে অনেকটাই বেশি স্ট্রাগল করতে হয়। আর সেই কারণেই নেপটিসম নিয়ে চলেও নানা রকমের বিতর্ক। কিন্তু সমস্ত স্টার কিডরা অভিনয় করেন না।

এরকম অনেকেই আছেন যারা অভিনয়কে তাদের পরিবারের মতো বেছে নেন নি। বরং অন্য জায়গায় নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রমাণ করেছেন নিজেকে। যেমন –

১. শ্বেতা বচ্চন :- অমিতাভ বচ্চনের মেয়ে তিনি। অথচ দাদা অভিষেক বচ্চনের মতন সিনেমায় নাম লেখায়নি সে। শ্বেতা বচ্চন প্রথম জীবনে মডেলিং করলেও বর্তমানে তিনি একজন প্রখ্যাত লেখিকা। কলুমনিস্ট এবং নোবেল প্যারাডাইস টাওয়ার নামের দুটি বই লিখেছিলেন তিনি।

২. সাবা আলী খান :- মা শর্মিলা ঠাকুর দাদা সইফ আলি খান অথচ সাবা এসব লাইম লাইট থেকে বরাবর দূরেই থেকেছেন। বোন সোহা ও ফ্লিম জগতেই যান কিন্তু তিনি পরিচিত একজন জুয়েলারি ডিজাইনার হিসেবে। শুধু তাই নয় সে বর্তমানে ভোপালে ভোপাল রয়েল ট্রাস্টের প্রধান ট্রাস্টি হিসেবেও নিজের জায়গা গড়েছেন।

৩. ঋদ্ধিমা কাপুর :- ঋষি কাপুর এবং নিতু সিংয়ের একমাত্র মেয়ে, রণবীর কাপুরের দিদি রিদ্ধিমা। তিনি যথেষ্টই সুন্দরী ও মেন্টেন্ড ওমেন। চাইলে করতে পারতেন অভিনয় অনায়াসেই। কিন্তু তিনি অভিনয় জগতের সাথে যুক্ত নন। তিনি সাহানি ‘আর’ জুয়েলারির ক্রিয়েটিভ হেড এবং বাচ্চাদের পোশাক ব্রান্ড ‘স্যাম এন্ড ফ্রেন্ডস’ এর অংশীদার বর্তমানে।

৪. রিয়া কাপুর :- ইনি বর্তমানে একজন প্রযোজক এবং ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে খুবই সুনাম পেয়েছেন। কিন্তু ইনি জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের বোন। যিনি অভিনেত্রীর তুলনায় কোনো অংশে কম নন। অথচ তিনি এসব থেকে দূরেই সরে থেকেছেন।