সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিত্রগুপ্ত-র অ’ব’তা’রে একবারে রাজার কা’য়’দা’য় অজয় দেবগণ, “থ্যাংক গড” ছবির ট্রে’লা’র ঝ’ড় তুললো

বেশ অনেকদিন ধরেই আমরা বলিউডে তেমন কমেডি ছবি দেখতে পাইনি। বেশিরভাগ রোমান্টিক ছবি বা অ্যাকশন মূলক ছবি হয়েছে। তবে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক থাকলে পরিচালক ইন্দ্র কুমারের ছবি ‘ থ্যাংক গড ‘ রিলিজ হতে চলেছে। বলা হচ্ছে এটি একটি সম্পূর্ণ কমেডি ছবি। এই ছবিতে চিত্র গুপ্তের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে। বৃহস্পতিবার সামনে এসেছে অজয়ের ফার্স্টলুক। তাঁর এই নতুন লুকে দেখা যাচ্ছে কাঁচা-পাকা চুল, দাড়ি। অজয় দেবগনের একেবারে নতুন অবতার। সিংহাসনে একেবারে রাজার কায়দায় বসে আছেন অজয়। চোখে, মুখে অদ্ভুত তেজ।

তবে এই ছবিতে শুধু সে-ই নয় এই প্রথম বার সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে এছাড়াও রয়েছেন রাকুল প্রিত। তবে রাকুলকে অজয়ের সঙ্গে এর আগে দেখা গিয়েছে দে দে প্যার দে ছবিতে। পরিচালক জানায়, এটা মূলত একটা পারিবারিক নাটক। দামালের মতোই মজার সিনেমা এটি। তিনি আরো বলেন, ”এই ছবি একেবারেই কমেডি ছবি। ঠিক যেমন ধামাল। বহু আগেই এই ছবি রিলিজের জন্য তৈরি ছিল। অবশেষে মুক্তি পাচ্ছে এই ছবি।” সব ঠিকঠাক চললে ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি।”

সম্প্রতি দক্ষিণী ছবি গুলোর মধ্যে কেজিএফ চ্যাপ্টার ২ সকল দর্শকের মন জয় করে নিয়েছে।অনেক টাকার বিজনেস করেছে এই ছবি। আর সেই নিয়েই কেজিএফ চ‍্যাপ্টার ২-এর ঢালাও প্রশংসা করেন দক্ষিণী ছবির অভিনেতা সুদীপ। সেখানেই বলেন, “সবাই বলছে কন্নড় ইন্ডাস্ট্রিতে একটি সর্বভারতীয় ছবি তৈরি হয়েছে। আমি একটু সংশোধন করতে চাই। বলতে চাই, হিন্দি রাষ্ট্রভাষা নয়। তাছাড়া ওরাও (বলিউড) আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে।

আরো পড়ুন: OMG: মা’ত্র ৩০ দিনে কলেজ পড়ুয়া ইনকাম করলেন প্রায় ৬৬৪ কোটি টা’কা, কিন্তু কিভাবে?

ওরা সাফল‍্য পাওয়ার জন‍্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না। আজ আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে।” তবে এটা দেখার পরে অজয় দেবগণ প্রতিবাদ করেন। কারণ সুদীপ এভাবে বলে অপমান করতে চাইছেন বলি ইন্ডাস্ট্রিকে। তাই অজয় এই পোস্টের প্রতিক্রিয়ায় কড়া টুইট করে লেখেন।

 

View this post on Instagram

 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)


সুদীপকে ট্যাগ করে লেখেন, “ভাই, যদিও হিন্দি আমাদের রাষ্ট্র ভাষা না-ই হবে, তবে তুমি কেন তোমার মাতৃভাষায় তৈরি ছবিগুলিকে হিন্দিতে ডাব করো? হিন্দি আমাদের মাতৃভাষা। এবং রাষ্ট্রীয় ভাষা। চিরকাল তাই থাকবে। জন গণ মন।” এভাবেই তাঁরা এলে অপরের বক্তব্য রেখেছেন। তবে ভারতীয়রা নতুন কমেডি ছবির জন্যই বেশি উদগ্রীব। হয়তো ২৫ অক্টোবর মুক্তি পেতে পারে এই ছবি বলে জানা যাচ্ছে।