সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচমকাই অ’সু’স্থ হ’য়ে পড়লেন ঐন্দ্রিলা শর্মা, ভেন্টিলেশনে অভিনেত্রী

ক্যান্সার এমন এক মারণ ব্যাধি যার কোপে একবার পড়লে পরিত্রাণ পাওয়া খুবই মুশকিল। যদিও আগের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে চিকিৎসা ব্যাবস্থা। ক্যান্সারের ওষুধও পাওয়া যায় আজ, তবুও এই রোগ এতটাই একটা মানুষকে বিদ্ধস্ত করে দেয় যে বাদ বাকিটা জীবন অনেক কষ্টেই বাঁচতে হয় তাঁকে। এরকম খুব কম মানুষ আছেন যারা ক্যানসারকে হারিয়ে সুস্থ আছেন।

কারণ এরকম প্রায়ই শোনা যায় ক্যানসারকে তো হারিয়ে সেরে উঠেছেন অনেকেই কিন্তু শরীরে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। আর ক্যান্সার জয়ীর কথা বলতে গেলে সবার আগে মনে পড়ে আমাদের খুব কাছের পরিচিত টলিপাড়ার সিরিয়ালের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এই অভিনেত্রী বেশ কয়েকবার ক্যান্সারে আক্রান্ত হন।

অনেক কঠিন লড়াই করে ফিরেও আসেন নিজের কাজের দুনিয়ায়। তাঁর সব সময়ের সাথী সব্যসাচী চৌধুরী সব সময় তার পাশেই থেকেছেন। আজও আছেন। তাই হয়তো আরো বেশি করে মনের জোর পেয়েছেন তিনি। তার সব প্রতিকুলতা কাটিয়ে কিছুদিন আগেই সুস্থ হয়ে আবার জ়ি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

আরো পড়ুন: কিশোরের কা’ম’ড়ে বি’ষ’ধ’র সাপের মৃ’ত্যু হলো, ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য ছত্রিশগড়ে

এরপর সব্যসাচীর সাথে ভাগাড় বলে একটি ওয়েব সিরিজ ও করছিলেন কিন্তু হটাৎ করেই মঙ্গলবার অভিনেত্রীর ব্রেন স্ট্রোক হয় বলে জানা যাচ্ছে। এই স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে যায় বলে জানাচ্ছেন ডক্টর। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। হাসপাতাল সূত্রের খবর, কোমায় রয়েছেন ঐন্দ্রিলা। অবস্থা খুবই আশঙ্কাজনক।

বুধবার একটু ভালো থাকলেও তার একদিক টা পড়ে গেছে কোনো সার নেই বলেই জানা যাচ্ছে। বা দিকের হাত ও চোখটা একটু নাড়তে পারছেন। জ্ঞান না ফিরলে কত টুকু ডামেজ হয়েছে কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা। আর তার এই অবস্থায় একেবারেই ভেঙে পড়েছে তার প্রেমিক সব্যসাচী চৌধুরী।

সাথে বাড়ির লোকেরও অবস্থা খুবই খারাপ হটাৎ হাওয়া এমন ঘটনায়। সব্যসাচীর সাথে যোগাযোগ করার মিডিয়া থেকে চেষ্টা করলেও ফোন বেজে যায়। কোনো যোগাযোগ করা যায়নি বলেই জানা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই দিল্লি যাওয়ার কথা ছিল অভিনেত্রীর সেসব কিছুই এখন বন্ধ। সবাই অপেক্ষায় ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার।