সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনেই বি’য়ে’র মরশুম, দা’ম কমতে শু’রু করেছে সোনার, জানুন বাজার দ’র

বিয়ের মরসুমে হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার সোনার দাম অনেকখানি কমেছে। কলকাতায় সোনার দাম অবশ্য 48 হাজার টাকা ভরি। যদিও গতকাল এর তুলনায় আজ 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 45 টাকা করে কমেছে। সোনার দামের এই পতন দেখে মধ্যবিত্ত বেজায় খুশি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সোনার দামে পতন লক্ষ্য করা গিয়েছে। সোনার দাম কমতে শুরু করতেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। গতকাল 22 ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল 48 হাজার 750 টাকা। আজকের দিনে গয়নার দাম 48 হাজার 300 টাকা ছিল। এক গ্রামের দাম ছিল চার হাজার 830 টাকা।

অপরপক্ষে 24 ক্যারেট সোনার গয়নার দশ গ্রামের দাম ছিল 51 হাজার 450 টাকা। বৃহস্পতিবার তা কমে 51 হাজার টাকায় পৌঁছেছে। এক গ্রামের দাম ছিল 5100 টাকা। দিল্লিতে 22 ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল 48 হাজার 50 টাকা। 24 ক্যারেটের দাম ছিল 52 হাজার 420 টাকা।

সোনার গয়নার দাম কম বেশী থাকলেও গোটা ভারতে কার্যত রুপোর দাম একই থাকে। রুপোর দাম প্রতি গ্রামের দাম 66.30 টাকা। দশ গ্রামের দাম 663 টাকা।