সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর আ’গে বদলে যা’চ্ছে রাজ্যের আবহাওয়া, ভা’রী বৃষ্টিপাত হওয়ার স’ম্ভা’ব’না রাজ্যজু’ড়ে

বর্ষাকালে বৃষ্টির দেখা নেই, কিন্তু পুজো যত এগিয়ে আসছে ততই যেন বৃষ্টির ঘনঘটা আকাশ জুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গে পুজোর সময়ে বৃষ্টির সম্ভাবনা যেন আরও জোড়ালো হয়ে চলেছে সময়ের সাথে সাথে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমহদ্যে জানিয়েছে পুজোর সময় কম বেশী বৃষ্টি দেখা যেতে পারে। তবে এই কথা যেন একেবারে সত্যি করার জন্য আর বাঙ্গালীর এই পুজোকে একেবারে মাটি করে দেওয়ার জন্য একাধিক নিন্মচাপের আশঙ্কা দেখা যাচ্ছে।

বিশেষ করে এখন নাকি বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে ঘূর্ণবাত। সেই কারণেই আজ বৃহস্পতিবার দুপুর থেকেই উপকূলের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বঙ্গীয় উপকুলের জেলাগুলোতে সাথে ওড়িশা উপকূলেও একই ছবি দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। নিন্মচাপের কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর।

শুধু বৃষ্টি না সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলাগুলোতে। ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিন্মচাপের প্রভাব থাকবে বলে জানা যাচ্ছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে অনেকটাই। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা, যার কারণে ভ্যাপসা গরম ও সাথে আর্দ্রতা জনিত অস্বস্তি একেবারে এক্ সাথেই থাকবে।

আরো পড়ুন: বি’না’মূ’ল্যে বিদ্যুৎ পরিষেবা, দে’দা’র খয়রা’তি! ক’র্মী’দের বেতন দি’তে পারছে না পাঞ্জাবের আপ সরকার

যার কারণে সাধারণ মানুষ দারুণ অস্বস্তির মধ্যেই দিন কাটাবে। আজ কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ২৭ ডিগ্রীর ঘরে ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রীর ঘরে। পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সাধারণ মানুষ, তার মধ্যেই যদি বৃষ্টির এমন খবর পাওয়া যায় তাহলে সমস্তটাই মাঠে মারা যায়। আগামী শনি রবিবার বৃষ্টি বাড়বে কলকাতায়। যেটা পুজোর আগে কোনোমতেই ভালো খবর নয়।।