সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বাংলাকে ১০০০ কোটি পা’ঠা’লো কেন্দ্র, এবার কি DA দেওয়া হবে?

তবে কি মমতার ধরণায় কাজ হল? শেষ পর্যন্ত এক হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র তাও আবার বাংলার জন্য! রাজ্যের প্রাপ্য টাকা অথচ কেন্দ্র দিচ্ছেনা এমনটাই অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজবাবুর বাংলার বকেয়া পাওনা রয়েছে ৭০০০ কোটি টাকা এবং আবাস যোজনার জন্য আট হাজার ২০০ কোটি টাকা। তবে একটু একটু করে টাকা আসছে নয়া দিল্লি থেকে পাঠানো হয়েছে এক হাজার কোটি টাকা।

পঞ্চায়েতের জন্য এই টাকা রিলিজ করেছে কেন্দ্র সরকার। যদিও ১০০ দিন কিংবা আবাস যোজনা নিয়ে এখনো পর্যন্ত টাকা দেওয়ার কথা কিছু জানায়নি কেন্দ্র। গত সপ্তাহে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না টাকা আটকে রেখেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবার টাকা না দিলে সোজা দিল্লি থেকে তিনি আন্দোলন করবেন। আর মমতা অভিষেকের এই হুংকার শুনে পাল্টা হুংকার দিয়েছিলেন শুভেন্দু। জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রকে বলে এসেছি একটা পয়সাও দেবে না। কিন্তু শেষ পর্যন্ত পয়সা এলো।

আরো খবর: অস্কারের ম’ঞ্চে কাঁপাকপি শুরু হয়েছিল রাম চরণের! কিন্তু কেন? স’ত্যিটা জানালেন স্ত্রী উপাসনা

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত সমিতি গ্রাম সভা এবং স্থানীয় প্রশাসনের জন্য কেন্দ্র থেকে বরাদ্দ এলো এক হাজার কোটি টাকা। ছয়টি রাজ্যের জন্য ৪২১৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার তার মধ্যে রয়েছে বাংলা।

যদিও সবচেয়ে বেশি টাকা পেয়েছে মহারাষ্ট্র তারপরেই রয়েছে গোয়া রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ। ২০১১ সালে জনগণনা ভিত্তিতে এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কি একটু একটু করে টাকা পেতে পারে রাজ্য? যদিও এই টাকা পেয়ে মোটেও খুশি নয় রাজ্য সরকার তারা জানিয়েছে হকের টাকা এখনো দেয়নি কেন্দ্র যতদিন না দেবে আন্দোলন চলবে!