সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৩০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় বি’র’ল যোগ, গ্রহের হেরফেরে ৩ রাশির উ’পা’র্জ’ন ফুলে ফেঁপে উঠবে!

বৌদ্ধ প্রবর্তক হলেও বিভিন্ন ধর্মে তার সমান গুরুত্ব রয়েছে। তিনি হলেন ভগবান গৌতম বুদ্ধ। আর মাত্র কয়েকটা দিন তারপরেই রয়েছে বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত শুভ দিন বলেই মনে করা হয়। বহু বছর পর এই তিথিতে এক বিরল যোগ সৃষ্টি হচ্ছে। যার ফলে লাভবান হতে চলেছেন কয়েকটি রাশির জাতক জাতিকারা।

বুদ্ধ পূর্ণিমায় এই সংযোগ কিছু রাশিকে করে তুলবে মালামাল। এই বছর ৮ ই মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। সূর্যোদয় থেকে শুরু করে সকাল ৯ঃ১৭ মিনিট পর্যন্ত থাকবে সিদ্ধিযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১৩০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় তৈরি হতে চলেছে এক বিরল যোগ।

সূর্য বুধ বৃহস্পতি এবং রাহু একই সময়ে একই রাশিতে অবস্থান করবে। খুব কাছাকাছি। এর ফলে তৈরি হবে চর্তুগ্ৰহী যোগ। তাতে মেষ রাশির জাতক জাতিকারা দারুন লাভবান হতে চলেছেন তাদের আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

অর্থের অভাব কেটে যাবে এবং অর্থের আগমন হবে। যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন তাদের সময় খুবই অনুকূল। এই বুদ্ধ পূর্ণিমায় কুবেরের আশীর্বাদ পেতে চলেছেন কর্কট রাশির জাতক-জাতিকারা। তাদের আয় বৃদ্ধি হবে এবং ক্যারিয়ারে দারুন সাফল্য অর্জন করতে পারবেন।

আরো খবর: গরমে কি কুঁ’চ’কি ছ’ড়ে গিয়েছে? হাঁটতে অসুবিধা হচ্ছে? উপায় জেনে নিন

পছন্দের স্থানে চাকরি বদল করতে পারবেন এবং তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুবই ভালো হতে চলেছে। যেকোনো ধরনের পুরনো বিবাদের অবসান ঘটতে চলেছে।

লক্ষী এবং কুবেরের আশীর্বাদ থাকবে সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর যার ফলে যে কোন ব্যবসায় তারা প্রভূত উন্নতি সাধন করতে পারবেন। চাকরিজীবীদের জন্য দারুন সুসংবাদ অপেক্ষা করছে যে কোন সময় পদোন্নতি পেতে পারেন আপনারা।

অন্যদিকে আয় বাড়বে। এই বুদ্ধ পূর্ণিমায় কিভাবে লক্ষ্মী দেবীকে ঘরে আটকে রাখবেন ভাবছেন? লক্ষ্মীকে করি অর্পণ করতে পারেন! সঙ্গে ১১ টি হলুদ লাগিয়ে দেবেন!

এরপর পরের দিন সকালে তা আপনার সিন্দুক অথবা আলমারিতে রেখে দিন! পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছে লক্ষ্মী বসবাস করেন। এই দিন সকালে স্নান করে অশ্বত্থ গাছে মিষ্টি এবং ফুল দিন।