সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গঙ্গা’র মোহনা’য় প্র’চু’র ইলিশ! চ’ও’ড়া হ’চ্ছে মৎস্য’জী’বী’দে’র মু’খে’র হা’সি

গঙ্গার মোহনায় প্রচুর ইলিশ! চওড়া হচ্ছে মৎস্যজীবীদের মুখের হাসি

অবশেষে ইলিশ মাছের খরা কাটিয়ে গঙ্গার মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়েছে। গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা ইলিশ ধরে এসে পৌঁছালেন দক্ষিণ ২৪ পরগনাতে। দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, কুলতলী, নৈনান, সাগর, রায়দিঘি, পাথরপ্রতিমা এবং ফ্রেজারগঞ্জে ২৫০ টন ইলিশ মাছ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।

আকৃতিতে খুব বেশি বড় না হলেও এই মরশুমে সব থেকে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। সোম এবার মঙ্গলবার সমুদ্র থেকে ইলিশ বোঝাই হয়ে ৪০০ বেশি ট্রলার ফিরে এসেছে। এই বছরে এর থেকে বেশি ইলিশ ধরা পড়েনি। প্রতিটি ইলিশের ওজন ৫০০ থেকে ৭০০ গ্রামের মধ্যে। ১ কেজি ওজনের বেশ কিছু ইলিশ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

মৎস্যজীবীরা জানাচ্ছেন গত তিন বছরে এই প্রথমবার ঝাঁকের ইলিশ ধরা পড়েছে। প্রাকৃতিক দুর্যোগে ট্রলারডুবি এবং মৎস্যজীবীদের জীবন হানির আশঙ্কা ছিল। তবুও তারা ভালই লাভ করতে পেরেছেন। সামুদ্রিক স্রোত ভারতের দিকে বয়েছে। যে কারণে এত বেশি পরিমাণ ইলিশ ধরা পড়েছে।

এবছর অধিক বৃষ্টিতে গঙ্গা মোহনার জলে লবণাক্ত ভাব কেটে গিয়ে মিষ্টি জল বেশি হয়েছে। সেই কারণে ইলিশের উপযুক্ত বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে সমুদ্র। তাই ভবিষ্যতে আরও ইলিশ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। গত তিন বছরের সমুদ্রে ইলিশের খরা এবার কমেছে।