সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছেলে পণ হিসেবে চেয়েছিলেন বাইক, বি’য়ে’র মণ্ডপেই পুত্রকে জুতা’পেটা বাবার, ভাইরাল ভিডিও

যৌতুক বা পণ প্রথা হল কন্যার বিবাহে পিতামাতার সম্পত্তি,কন্যার হবু স্বামীকে হস্তান্তরের প্রক্রিয়া। পাত্র-পাত্রীর বিবাহ হওয়ার সময়ে পাত্রীর জন্য তার পরিবার যা কিছু মূল্যবান সামগ্রী দেয়া , তাই হল যৌতুক।

ভারতীয় আইন অনুযায়ী পণ নিতে গিয়ে ধরা পড়লে ৭ বছরের জেল হতে পারে। তবে এই আইনকে তোয়াক্কা না করেই ভারতের আনাচে কানাচে এখনও পণপ্রথার রমরমিয়ে চলছে। এবার এক বিরল ঘটনার সাক্ষী থাকল নেট দুনিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে মেয়েপক্ষের কাছে পণ চাওয়ায় বিয়ের আসরেই রেগে যান পাত্রের বাবা। এরপর সকলের সামনে ছেলেকে জুতোপেটা করতে শুরু করেন। সকলে মিলে তাকে শান্ত করেন (ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)।

আরো খবর: পঞ্চায়েত ভোটের আগেই গো’টা গ্রাম তৃণমূল ছে’ড়ে নাম লেখালেন BJP-তে! ব্যাপারটা কি?

ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে বসে রয়েছে পত্র,তার চারপাশে আত্মীয়স্বজনেরা রয়েছে। তার মধ্যে বরবেশে দাঁড়িয়ে যুবক। হঠাৎ সেখানে পত্রের বাবা এসে তার কলার চেপে ধরে জুতো পেট করতে শুরু করে।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সকলে। বরের তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে বাবা ছেলেকে বলছে “তুমি বৌমাকে বাড়ি নিয়ে চলো।

আমি জমি বেচে বাইক কিনে দেব।’’ তিনি আরও বলেন, “বৌমাকে সবসময় সুখে রাখবে। কষ্ট দিলে দেখে নিয়ো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সাবধান!”