সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশ থেকে মাটিতে আ’ছ’ড়ে পড়লো বি’রা’ট ধাতব বস্তু, এটা কি?

হঠাৎ করে আকাশ থেকে জঙ্গলে পড়লো বিশাল আকৃতির ধাতব একটি বস্তু জানিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। আকাশ থেকে বেরো না কার ওই বস্তুটি কিভাবে আচমকা পরল তা নিয়ে ইতি মধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জঙ্গলে একটি বিরাট আওয়াজ শুনতে পান গোয়ালতোড়ের ধামচা এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে তড়িঘড়ি সকলে ছুটে যান।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি বিরাট ধাতব ও বেলনাকার বস্তু পড়ে রয়েছে জঙ্গলে। স্বাভাবিকভাবেই ওই বস্তুর কিছুটা ভেঙে গিয়েছে উঁচু থেকে পড়ার ফলে। অনেকেই ওই বস্তুটিকে দেখতে জঙ্গলে ভিড় জমান।

স্থানীয়রা কিছুক্ষণ বাদে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পুলিশ দিয়ে জঙ্গলে পড়ে থাকা ওই বস্তুটি ঘিরে ফেলে। খবর দেওয়া হয় কলাইকুন্ডা যুদ্ধবিমান ঘাঁটিতে। আকাশ থেকে পড়া ওই ধাতব বস্তুটি যুদ্ধবিমানের বাড়তি ওয়েল ট্যাংকার বলে মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে।

এই প্রসঙ্গে পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, এটি অয়েল ট্যাংকার উদ্ধার করা হয়েছে। বিষয়টি বায় সোনাকে জানানো হয়েছে। সোমবার দুপুরে পরপর দুটি যুদ্ধবিমান উড়ে যায় ওই এলাকা দিয়ে মনে করা হচ্ছে ওই যুদ্ধবিমান থেকে হঠাৎ করে খুলে গেছে এই অয়েল ট্যাংকারটি।