সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রাজিলে ছয় সেন্টিমিটার লম্বা লে’জ নিয়ে জ’ন্মা’লো এক শিশুকন্যা!

বিজ্ঞানীদের অনুমান এপ জাতীয় প্রাণীদের থেকেই উৎপত্তি হয়েছে মানুষের।সময়ের পরিবর্তনে প্রয়োজনীয়তা হারায় একসময়ের অতি আবশ্যক অঙ্গ ‘ লেজ ‘।তবে তার চিন্হ আজও বর্তমান মানব শরীরে।এবার এক অদ্ভুত কাণ্ড ঘটল ব্রাজিলে।

চিকিৎসকরা দেখেন সদ্য জন্মানো এক শিশুর মেরুদণ্ডের শেষাংশ থেকে বেরিয়ে এসেছে মাংসপিণ্ড যার শুরুর দিকটা মোটা,শেষের দিকটা সরু। শেষ অংশটি আবার বাঁক খাওয়ানো।দেখতে অনেকটাই লেজের মত। এর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার ।

জার্নাল অফ পিডিয়াট্রিক সার্জারি কেস রিপোর্টস-এর (Journal of Pediatric Surgery Case Reports) মাধ্যমে সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোলে পড়ে গিয়েছে ব্রাজিলে।

আরো খবর: বাংলার ধনী অভিনেতা কে? তিনজনের মধ্যে কে আ’য়ে’র নিরিখে সে’রা?

সূত্রে খবর অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর লেজে বাদ দেওয়া হয়েছিল। চিকিৎসকদের মতে এই ধরনের অস্বাভাবিকতা স্পাইনা বিফিডা বলে,এটি একটি জন্মগত অস্বাভাবিকতা। এর ফলে শিশুর মেরুদণ্ডের শেষের দিকে মাংসপিণ্ড গজায়।

কোনও অস্বাভাবিকতা মেলেনি শিশুর মায়ের দেহেও।শিশুটির বর্তমান বয়স হয়েছে ৩ বছর। শিশুটির উপর সবসময় নজর রাখছেন চিকিৎসকরা।শিশুটি এখন একদম সুস্থ ও স্বাভাবিক রয়েছে।