সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে বড়ো সাপ, ক্রেন দি’য়ে তুলতে গিয়েও কালঘাম ছু’টে’ছে চালকের, রইলো ভিডিও

বিশালকার সাপ বলতে আমরা শুধুমাত্র বুঝি অ্যানাকোন্ডা। কিন্তু সম্প্রতি ক্যারিবিয়ান দেশ ডোমিনিকা থেকে এমন একটি সাপের ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে সকলে হতবাক হয়ে গেছেন। এই সাপটি এত বড় যে এটিকে তুলতে ক্রেনের সাহায্য নিতে হয়েছিল।এখনো পর্যন্ত এই সাপটিকে বিশ্বের সবথেকে বড় সাপ বলে দাবি করা হয়েছে।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সাপটি কমপক্ষে ১০ ফুট লম্বা। এটিকে তুলতে ক্রেন ডাকতে হয়েছিল। ঝুলন্ত অবস্থায় সাপটিকে তুলতে রীতিমতো বেগ পেতে হয়েছিল সকলকে। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই চমকে যায়।

রিপোর্টে বলা হয়েছে, এই বিশাল আকার সাপ টিকে প্রথমে বনে কর্মরত ব্যক্তিরা দেখতে পেয়েছিল। পরে এটিকে সরানোর জন্য ক্রেন রাখতে হয়েছিল।

উল্লেখ্য’; এই ডোমানিকা জঙ্গল,যার দৈর্ঘ্য মাত্র ২৯ মাইল,প্রস্থ ১৬ মাইল, এই অঞ্চলকে বন্য প্রাণীদের জন্য সবথেকে অনুকূল স্থান হিসেবে মনে করা হয়। এই জঙ্গলকে বলা হয় দ্য নেচার আইল্যান্ড। সব রকমের বিরল প্রজাতির প্রাণী এই জঙ্গলে দেখতে পাবেন আপনি।