সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৯ বছরের কন্যা নি’লো সন্ন্যাস, জ’ম’কা’লো অনুষ্ঠান উদযাপন করলেন হীরে ব্যবসায়ী বাবা

ঐশ্বর্য অপার, বৈভবের কোন শেষ নেই। অথচ সেসব মায়া-মোহ কাটিয়ে যাত্রা করলেন সন্ন্যাসের পথে। এমনই ঘটনা ঘটেছে গুজরাটের সুরাটে। সুরাটের একজন বিখ্যাত হিরে ব্যবসায়ী পরিবারের মেয়ে স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। বয়স মাত্র ৯ বছর। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে গুজরাটে।

সুরাটের ভিসু এলাকায় ধুমধাম করে তার সন্ন্যাস গ্রহণের ব্যবস্থা করা হয়। একরত্তি এই মেয়েটির নাম দেবাংশী। বাবার রয়েছে কোটি কোটি টাকা। কিন্তু তা সত্ত্বেও সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার কথা ভেবেছে। যদিও এদিন সন্ন্যাস গ্রহণে যা ব্যবস্থা করা হয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের।

সাঙ্গভি এন্ড সন্স হীরের জগতের এক উজ্জ্বলতম প্রতিষ্ঠান। তার মালিক হলেন ধনেশ সংভি। মূল্যবান হিরে তারা রপ্তানি করে থাকে দেশের বিভিন্ন প্রান্তে সেইসঙ্গে বিদেশেও তাদের বিরাট কারবার। সম্পত্তির কোন অভাব নেই গাড়ি বাড়ি টাকা-পয়সা সবকিছুই রয়েছে তাদের। তার মেয়ে মানেই রাজকন্যা।

আরো খবর: মাহিন্দ্রা বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসতেই টাটা-রা বিভিন্ন মডেলের দা’ম ৮৫০০০ টা’কা পর্যন্ত স’স্তা করলো!

অথচ সেই রাজকন্যা কিনা এত বৈভব ছেড়ে সন্ন্যাসের পথে চলে যাচ্ছে। রাজকন্যার বয়স ৯ বছর। আর পাঁচজন মেয়ে থেকে সম্পূর্ণ আলাদা সে। ছোটবেলা থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রায় পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারে সে। আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করবার কথা পরিবারে আগেই জানিয়ে দিয়েছিল ছোট্ট দেবাংশী। জৈন সন্ন্যাসীদের সঙ্গে ৭০০ কিলোমিটার পদযাত্রা করে সে।

বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন তার বাবা পদযাত্রা শেষে যখন মেয়ে বাড়ি ফিরেছিলেন চার হাজার মানুষের আপ্যায়ন করেছিলেন তার বাবা। সন্ন্যাসী আচার্য বিজয় শাস্ত্রীর আশীর্বাদ নিয়ে সন্ন্যাস গ্রহণের পথে হাটে সে।