সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাহিন্দ্রা বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসতেই টাটা-রা বিভিন্ন মডেলের দা’ম ৮৫০০০ টা’কা পর্যন্ত স’স্তা করলো!

টাটা মোটরস (Tata Motors) নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে এল। সস্তা হয়েছে এই কোম্পানির একাধিক ইলেকট্রিক গাড়ির মডেল। Nexon EV Prime – এর দাম কমিয়েছে ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি।

এমনকি এই ইলেকট্রিক গাড়ির এক্স শো-রুম দাম শুরু হয়েছে 14.49 লাখ টাকা থেকে। অন্যদিকে Nexon EV Max – এর দাম কমে 16.49 টাকা (এক্স শো-রুম) থেকে শুরু হচ্ছে। এছাড়াও Nexon EV Max – এর রেঞ্জ বাড়িয়েছে টাটারা। এবার থেকে এক চার্জে 453 km চলবে এই গাড়ি।

সফটওয়্যার আপডেটের পর থেকেই বাড়বে রেঞ্জ। টাটা মোটরস 15 ফেব্রুয়ারি থেকে আপডেট পাঠানো শুরু করবে। এতদিন এই গাড়িতে 437 km রেঞ্জ পাওয়া যেত।

আরো খবর: দেশের স’ব জায়গাতেই অ’যো’গ্য শিক্ষকরা ছিলেন-আছেন, বললেন নোবেল জ’য়ী অভিজিৎ ব্যানার্জি

একই সঙ্গে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই গাড়ির টপ ভেরিয়েন্ট Tata Nexon EV XZ+ Lux – এর দাম কমে হয়েছে 18.49 লাখ টাকা। এই মডেলে এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস চার্জার, ইলেকট্রিক সানরুফের মতো প্রিমিয়াম ফিচার পাবেন।

এছাড়াও রয়েছে 17.78 cm ফ্লোটিং ইনফোটেইনমেন্ট সিস্টেম, Harman – এর স্পিকার সিস্টেম ও চামড়ার সিট। Tata Nexon EV XZ+ Lux ভেরিয়েন্টে রয়েছে 16 ইঞ্চি অ্যালয় হুইল।