সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নবগ্রহের ৯ টি প্রতিকার, জানুন বি’স্তা’রে

গ্রহগতি বিচার করেই ফলিত জ্যোতিষে গণনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ দুর্বল থাকলে তার সঙ্গে জড়িত অশুভ ফল ব্যক্তিকে ভোগ করতে হয়। আবার গ্রহ মজবুত থাকলে, প্রত্যক্ষ লাভ মেলে। দুর্বল গ্রহকে মজবুত করার জন্য এমন কিছু মন্ত্র আছে, যার জপ করলে শুভ ফল পাওয়া যেতে পারে।

নবগ্রহের ৯ টি প্রতিকার:-

রবি- পিতাকে প্রতিদিন সকালে প্রনাম করুন

চন্দ্র- পূর্ণিমা রাতে শরীরের চাঁদের আলো মাখুন ও পায়েস খান।

মঙ্গল- মঙ্গলবার উপবাস থেকে বজরংবলীর পুজো করুন।

বুধ- দুর্গার নাম জপ করুন।

বৃহস্পতি- হলুদ ফুল দিয়ে পুজো ও হলুদের টিপ পরুন।

শুক্র- মন্দিরে দান করুন ঘি দুধ ও দই।

শনি- মন্দিরে কালো তিল সর্ষে বা লবঙ্গ দান।

রাহু- শ্বেতচন্দনের আতর ব্যবহার করুন।

কেতু- পাথর বা মহিলা বয়স্ক ভিক্ষুককে পেট ভরে খাইয়ে কিছু অর্থ দিন।