সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র কারণে ফে’র গৃহবন্দি ৯০ লক্ষ নাগরিক, আবার পু’রা’নো দিন ফি’রে’ছে চীনে

করোনা কি তাহলে আবার ফিরে আসছে? কারণ ইতিমধ্যেই চিনা শহরে কার্যত ৯০ লক্ষ্য মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে সমস্ত যান চলাচল, মানুষের ভিড়। তাহলে কি সেই দিন আবার ফিরে আসছে মানুষের জীবনে? সেটা নিয়েই দারুন চিন্তার মুখে মানব সভ্যতা।

ইতিমধ্যেই চিনা প্রশাসন সব দিক থেকেই নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন শহরে। ২০১৯ সালের কথা আমাদের সবার মনে আছে। প্রথম চীনের ইউহান শহরের করোনার প্রথম বীজের সন্ধান পাওয়া যায়।

আর ঠিক সেখান থেকেই এই ক্ষুদ্র ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আমেরিকা ও ইতালির মতো দেশগুলিতে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় মৃত্যুর সংখ্যা। তবে খুব কম সময়ের মধ্যেই চিন নিজেদের সামলে নেয়, তুলনামূলক অন্য সব দেশের তুলনায় চীনের মৃত্যুর সংখ্যা অনেকটাই কম থাকে সেই সময়ে।

পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য চিনা প্রশাসন বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে থাকে তৎক্ষণাৎ। তারপরে প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন নিয়ে আসে বাজারে, ধীরে ধীরে একের পর এক পদক্ষেপ গ্রহণ করার পর করোনা একেবারেই স্বাভাবিক রূপ ধারণ করে।

আরো পড়ুন: ইউক্রেনের সঙ্গে ক’থা’য় কিছুটা অ’গ্র’গ’তি হয়েছে, জানালেন পুতিন

কিন্তু এবার সেই করোনাই আবার ফিরে আসছে এক নতুন রূপে। করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন একেবারেই দারুন তান্ডব শুরু করেছে উত্তর পূর্ব চিনের চাংচুনে। সংক্রমণ যাতে আগের মতন না ছড়িয়ে যায়, কোনভাবেই যেন আগের অবস্থায় ফিরে না যায় চীন। সেই কারণেই আগের থেকেই কঠিন ব্যবস্হা গ্রহণ করেছে চিনা প্রাশাসন।

ইতিমধ্যেই ৯০ লক্ষ মানুষকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সবধরনের জমাট, যানজট। ইতিমধ্যেই স্হানীয় প্রশাসন জনসাধারণের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে প্রতিটি পরিবারের কেবল মাত্র একজন দরকারে বাইরে বের হতে পারবে।

তাছাড়া অন্য কেউ বাইরে বের হতে পারবে না। এর সাথে সাথেই সবাইকে তিনধাপে নিজেদের পরীক্ষা করাতে হবে।যেটা বাধ্যতামূলক।কোনো ধরনের ত্রুটি রাখতে চাইছে না চিনা প্রশাসন। কারণ ছোট্ট একটা ভুল ফিরিয়ে দিতে পারে সেই দিনগুলো।