সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জলে ভাসমান ৫ স্টার হোটেল! আজ “গঙ্গা বিলাস” ক্রুজের শু’ভ উ’দ্বো’ধ’ন হলো

আজ একটি বিশেষ দিন সকল ভারতবাসীর জন্যই। কারন আজ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী ক্রুজে ‘গঙ্গা বিলাস’-র উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী থেকে ডিব্রুগড় অবধি এই প্রমোদ তরী সফর করবে বলে জানা যাচ্ছে। সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ ভার্চুয়ালি সেই বিলাসবহুল প্রমোদতরীকে সবুজ পতাকা দেখাবেন। যা বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে। এই প্রমোদতরী সমস্ত হেরিটেজ প্রাপ্ত জায়গা গুলোয় থামবে বলে জানা গিয়েছে।

এই প্রমোদ তরী কলকাতা থেকে ঢাকা সব জায়গার উপর দিয়েই যাবে এবং ২৭ টি নদীর উপর দিয়ে যাবে এই প্রমোদতরী। আসুন এই প্রমোদতরী সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক। এই প্রমোদতরী কোন পথে এগিয়ে যাবে নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’?
সূত্র মারফত জানা যাচ্ছে, আজ বারাণসীর রবিদাস ঘাট থেকে যাত্রা শুরু করবে ‘গঙ্গা বিলাস’। ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করে এগিয়ে যাবে বিলাসবহুল প্রমোদতরী। ছুঁয়ে যাবে পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের ঢাকা।

ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীতে চলবে। মোট ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। গঙ্গাবিলাস পৌঁছোবে, বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে যাত্রা শুরুর অষ্টম দিনে পাটনায় পৌঁছাবে প্রমোদতরী। পাটনা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। ২০ তম দিনে পৌঁছাবে কলকাতায়। সেখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবে প্রমোদতরী। তারপর গুয়াহাটি এবং শিবসাগর হয়ে ৫১ তম দিনে ডিব্রুগড়ে পৌঁছাবে ‘গঙ্গা বিলাস’।

আরো খবর: মনে হ’চ্ছে নিজের বাবার রা’স্তা! গাড়ি ঘোরানোর জন্য গো’টা ট্র্যাফিককে দাঁ’ড় করিয়ে দি’লো বডিগার্ডরা!

এছাড়াও আধিকারিকরা জানিয়েছেন, হেরিটেজ তকমা পাওয়া ৫০ টি জায়গায় দাঁড়াবে ‘গঙ্গা বিলাস’। যে জায়গাগুলি স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ তারা আরো জানান যে এই ‘যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলতে সুন্দরবন বদ্বীপ এবং কাজিরাঙা জাতীয় উদ্যান-সহ অভয়ারণ্য, জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাবে প্রমোদতরী।’ যে প্রমোদতরী বিশ্বের মানুষের কাছেে ভারতকে তুলে ধরবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

আসুন জেনে নেওয়া যাক কি কি থাকছে এই প্রমোদতরীর মধ্যে। যত দূর জানা যাচ্ছে এই গঙ্গা বিলাসে পাঁচতারা হোটেলের মতো পরিষেবাও মিলবে। মোট ৮০ জন যাত্রী থাকতে পারবেন এই তরীর মধ্যে। তাতে ১৮ টি লাক্সারি স্যুট আছে। উত্তরপ্রদেশের পর্যটন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, স্যুটের ডিজাইনে সকলে মুগ্ধ হবেন। স্যুটে শাওয়ার-সহ বাথরুম, রূপান্তরযোগ্য বিছানা, ফ্রেঞ্চ ব্যালকনি, এলইডি টিভি, স্মোক ডিটেক্টর, লাইভ ভেস্ট, স্প্রিঙ্কলার।

এছাড়াও রয়েছে স্পা, সালুন এমনকি জিম অব্দি থাকছে এর মধ্যে। থাকছে বড়ো বড়ো রেস্তোঁরা, সানডেক। উত্তরপ্রদেশের পর্যটন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মেন ডেকে ৪০ আসনের রেস্তোরাঁ আছে। সেখান থেকে ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল খাবার দেওয়া হবে। রিয়েল টিক স্টিমার চেয়ার এবং কফি টেবিল আছে। যা যাত্রীদের অভাবনীয় অভিজ্ঞতা প্রদান করবে।

এবার জানা যাক এই ‘ গঙ্গা বিলাসে ‘ সফর করার জন্য কত টাকা লাগবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ৫১ দিনের যাত্রার জন্য মাথাপিছু ১২.৫ লাখ টাকা ভাড়া পড়বে। উদ্বোধনী যাত্রায় প্রায় সকলেই সুইৎজারল্যান্ডের মানুষ বলে জানানো হয়েছে। টোটাল ৩২ জন যাচ্ছে এই তরিরে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ‘গঙ্গা বিলাস’- সফর নিয়ে এক সুইস যাত্রী ‘হিন্দুস্তান টাইমস’-কে বলেছেন, ‘প্রাথমিকভাবে আমি বারাণসী পর্যন্ত বিমানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। তারপর আমি ক্রুজের বিষয়ে জানতে পারি। ভারত সফরকে স্মরণীয় করে তুলতে চাইছি বলে আমি গঙ্গা বিলাস বেছে নিয়েছি।’