সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪১ বছরের পু’র’নো কেকের দা’ম মাত্র ২৭,০০০ টাকা! কিন্তু কেন?

আমরা এরকম প্রায়ই খবর শুনে থাকি যে অনেক পুরনো কোনো আসবাব, কোনো ঘড়ি কোনো বাজনা এরকম নানা জিনিস নিলামে ওঠে। যা কিছু ঐতির্য্যবাহী তার মূল্যই আলাদা হয়। অনেক মানুষ এরকম অ্যান্টিক জিনিস নিজের ড্রয়িং রুমে রাখতে পছন্দ করেন। কিন্তু যদি শোনেন কোনো খাবার নিলামে উঠছে শুনলে যে কেউ অবাক হবেন।

সম্প্রতি লন্ডনে এক টুকরো কেক নিলামে উঠতে চলেছে বলে জানা যাচ্ছে। সেই কেকের টুকরো ৪১ বছরের পুরানো বলে জানা যাচ্ছে। এবং এই ৪১ বছরের পুরোনো কেকের টুকরোটির দাম উঠতে পারে বলে আন্দাজ করা যাচ্ছে প্রায় ৩০০ পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৭০০০ টাকারও বেশি। কিন্তু এক টুকরো কেকের দাম এত কেনো এই প্রশ্ন টা থেকেই যাচ্ছে।

আর এর উত্তর জানতে গিয়ে জানা যাচ্ছে যে, ইংল্যান্ডে বর্তমান রাজা কিং চার্লসের (তখন প্রিন্স) এবং তাঁর প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার বিবাহের কেকের টুকরো হলো এই ২৭ হাজারের কেকটি। আসলে ১৯৮১ সালে যখন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নার বিবাহ আসর বসে সেখানে প্রায় ৫ টি লেয়ারের ৫ ফুট এর একটি কেক ছিল। আর সেই কেকেরই একটি টুকরো হলো এই কেকটি যা বর্তমানে নিলামে উঠতে চলেছে।

এই কেকটি এই অতিথিদেরই একজন ছিলেন নাইজেল রিকেটস। যিনি গত বছরই মারা যান।আর সেই ব্যাক্তি গত ৪১ বছর ধরে চার্লস-ডায়ানার রাজকীয় বিবাহের এক টুকরো কেক নিজের কাছে রেখে দিয়েছিলেন। নাইজেলের মৃত্যুর পর, সেই কেকের টুকরোটিই নিলামে উঠতে চলেছে।

তবে শুধু ইনি নন এর আগেও ২০১৪ সালে নিলাম করা হয়েছিল এই একই কেকের আর এক টুকরো। সেটি শেষ পর্যন্ত ১,৩৭৫ পাউ্ড বা ভারতীয় মুদ্রায় ১,২৭,০০০ টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল। বর্তমানে যে কেকটি নিলামে হতে চলেছে সেটাও দাম আরো বাড়তে পারে বলেই মনে করছেন অনেকেই। শেষ অবধি কত টাকা এই কেকের টুকরোর দাম হয় সেটাই দেখার।