সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৩০ ও ১২ টা’কা কে’টে নেওয়ার মেসেজ এ’সে’ছে মোবাইলে? না এলে হ’বে ৪ লক্ষ টা’কা’র ক্ষ’তি

প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা(Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা( Pradhan Mantri Suraksha Bima Yojana) যাঁদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাঁদের জন্য অত্যন্ত জরুরি খবর৷ যদি অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা ও ১২ টাকা কাটার এসএমএস (SMS) না আসে সেক্ষেত্রে ৪ লক্ষ টাকা লোকসান হতে পারে ৷

জীবনজ্যোতি বিমা যোজনা ও জীবন সুরক্ষা বিমা যোজনা (সামাজিক সুরক্ষা প্রকল্প) আওতায় প্রতিটি দেশবাসীর জন্য বছরে ৩৩০ টাকা ও ১২ টাকার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেয় ৷ কিন্তু কোনও কারণে সেই টাকা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে না কেটে নেওয়া হয় সেক্ষেত্রে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ যদি প্রিমিয়ামের টাকা অ্যাকাউন্ট থেকে না কাটে সেক্ষেত্রে প্রিমিয়ামটি আর বৈধ থাকেনা ৷

প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনও ভারতীয় নাগরিক এই বিমা ধারণ করতে পারেন ৷ এর বদলে ২ লক্ষ টাকা বিমার কভারেজ দেওয়া হয় ৷ যা এক বছরের জন্য বৈধ ৷ বার্ষিক প্রিমিয়াম দিতে হয় ৷ জীবন সুরক্ষা বিমা যোজনায় Accidental Death/Disability Insurance Cover-এর সুবিধা পাওয়া যায় ৷ এই প্রকল্পে বার্ষিক প্রিমিয়াম ১২ টাকা হয় ৷ প্রতি রেনিউ করতে হবে ৷ পলিসির মেয়াদ ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত হবে। জীবন সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে গ্রাহকদের ২ লক্ষ টাকার কভারের সুবিধা পান গ্রাহকেরা ৷