Home দেশ ২২,৮০০ কোটি টা’কা’র জালিয়াতি, অবশেষে CBI-র হাতে গ্রে’ফ’তা’র মূ’ল অভিযুক্ত

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২২,৮০০ কোটি টা’কা’র জালিয়াতি, অবশেষে CBI-র হাতে গ্রে’ফ’তা’র মূ’ল অভিযুক্ত

দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাংক ঋণ জালিয়াতি কাণ্ডের অভিযুক্তের প্রাক্তন প্রধান ঋষি কমলেশ অগ্রবালকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সিবিআই তাকে গ্রেফতার করেছে। তিনিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ২২৮৪২ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার তাকে গ্রেফতার করেছে সিবিআই।

ঋষির বিরুদ্ধে এর আগেই লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আই সি আই সি আই ব্যাংক সহ ২৮ টি ব্যাংক থেকে এই পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছিল।

গুজরাতের জাহাজ নির্মাণকারী এবং মেরামতি সংস্থা এভিজি ঋণ খেলাপি করেছে বলে অভিযোগ উঠে। ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

2012 থেকে 2017 সাল পর্যন্ত অডিট সংস্থার ফরেনসিক অডিটে দেখা গিয়েছে যে অভিযুক্তরা কার্যত পরস্পরের সঙ্গে হাত মিলিয়েই বেআইনিভাবে আর্থিক তছরূপ করেছেন। এই বিপুল পরিমাণ অংকের ঋণের প্রায় 23 হাজার কোটি টাকা। ৯৮ টি সংস্থায় সরিয়ে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত এমনই চাঞ্চকর তথ্য উঠে এসেছে।