সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মধ্যবিত্তদের সাধ্যের ম’ধ্যে ল’ঞ্চ হ’লো 150-160 সিসি বাইক, রইলো দা’ম

বেশ কিছু দেশীয় ও বহুজাতিক দু’চাকার যান প্রস্তুতকারী সংস্থা ভারতে একের পর এক নতুন বাইক লঞ্চ করেছে। কম দামি কমিউটার বাইকের পাশাপাশি, 150 থেকে 160 cc-র মধ্যে থাকা এই বাইকগুলির চাহিদা সব থেকে বেশি। এই বাইকগুলিতে আপনি যেমন অত্যাধুনিক লুক পাবেন, তেমনই অন্যদিকে পাবেন দুর্দান্ত মাইলেজ।

এরফলে, কম বয়সী বাইক রাইডারদের মধ্যে খুবই জনপ্রিয় এই বাইকগুলি। কাজেই, আপনি যদি একটি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেশের বাজারে থাকা জনপ্রিয় 150-160 cc-র বাইকগুলির বিষয়ে জেনে নিন।

1. Hero Motocorp-এর বাইকটি দেশের বাজারে খুবই জনপ্রিয়। এই বাইকের মোট 4টি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আপনি। ভারতের বাজারে এই বাইকটি দাম শুরু হচ্ছে 1 লাখ 18 হাজার 616 টাকা থেকে। টপ মডেলের দাম 1 লাখ 29 হাজার 738 টাকা। এই বাইকে সিঙ্গেল ডিস্ক ও ডবল ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাবেন আপনি। ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে বাইকের দাম নির্ধারিত করা হয়েছে এই বাইকের।

2.ভারতের বাজারে Honda Unicorn এই বাইকটির দাম শুরু হচ্ছে 1 লাখ 5 হাজার টাকা থেকে। একটি সিঙ্গেল ভ্যারিয়েন্ট ও তিনটে রঙের অপশন রয়েছে এই বাইকে। এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি 162.7 cc-র ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনি পাবেন 12.6 PS-এর পাওয়ার ও 14 NM-এর টর্ক।

সামনের চাকায় ডিস্ক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক পেয়ে যাবেন গ্রাহকরা। তবে, এই বাইকে সেরকম কোনও ফ্যান্সি ফিচার না থাকলেও, রয়েছে একটি হ্যালোজেন হেডল্যাম্প, অ্যানলগ কনসোল ও রাউন্ড ডিজাইনের স্পিডোমিটার। এছাড়াও, এই বাইকে থাকতে চলেছে একটি সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম।

3. ভারতের বাজারে Yamaha FZ Fi বাইকটির দাম শুরু হচ্ছে 1 লাখ ১৩ হাজার 700 টাকা থেকে। মোট দুটি রঙের অপশন পেয়ে যাবেন এই বাইক থেকে। একটি মেটালিক ব্ল্যাক এবং অন্যটি রেসিং ব্লু। এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি 149 cc-র ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনি পেয়ে যাবেন 12.4 PS-এর পাওয়ার ও 13.6 NM-এর টর্ক।

এছাড়াও রয়েছে একটি 5 স্পিডের গিয়ার বক্স। সামনের চাকায় রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাস্পেনশন ও পিছনের চাকায় রয়েছে অ্যাডজাস্টেবেল মোনোশক সাস্পেনশন। এছাড়াও এই বাইকে পেয়ে যাবেন একটি সিঙ্গেল চ্যানেলের ABS সিস্টেম।