সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১১২ ব্যাগ ভর্তি ১ টা’কা’র কয়েন নিয়ে স্পোর্টস বাইক কিনলেন যুবক, স্ব’প্ন হলো স’ত্যি!

প্রত্যেকটা মানুষই কিছু না কিছু স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা তৎপরও হয়ে থাকেন। হ্যাঁ কথায় বলে যদি চেষ্টা করা যায় তাহলে সকল কাজই সার্থক হতে পারে, সেই চেষ্টাটা করার জন্য দরকার হয় ধৈর্য্য। এবার এরকম কিছু করে দেখাল তেলেঙ্গানার এক যুবক ভেঙ্কেটেস। বহুদিন ধরে এই স্পোর্টস বাইকের শখ ছিল তার। গাড়ির যে বিরাট দাম, কিন্তু মনের স্বপ্ন যে সেই গাড়িটি কিনেই ছাড়বে। গাড়িটির দাম প্রায় দু লক্ষ টাকার থেকেও বেশি।

এতগুলো টাকা জোগাড় করার সামর্থ্য ও তার ছিল না, এই কারণে সমস্যার সমাধান করতে খুচরো পয়সা জমানো সে শুরু করল, শুরু করল এক টাকার কয়েনের জমায়েত। এই ভাবেই বড় সাইজের ১১২ টি ব্যাগ ফেলো একটা কার কয়েন দিয়ে এবং সেই টাকা দিয়েই কিনে ফেলল ২ লক্ষ ৮৫ হাজার টাকা দামের স্পোর্টস বাইক। যুবকের এই ধরনের একটি কান্ড দেখে হতবাক অনেকেই ওই যুবকের বাড়ি তেলেঙ্গানার রামকৃষ্ণপুরে।

আর পাঁচজন যুবকদের মতোই তারও শখ ছিল স্পোর্টস বাইক কেনার, কিন্তু স্বপ্ন বাস্তব করার মত তার কাছে অত অর্থ ছিল না, অবশেষে তিলে তিলে জমিয়ে সে তার এই স্বপ্নকে পূরণ করল। দিনে যখনই সুযোগ পেতো তখনই ঘটে এক টাকার কয়েন ফেলতো। কয়েক বছর ধরেই সে থাকে যার পরেই ঐ সমস্ত টাকা নিয়ে বছরের পর বছর জমিয়ে হাজির হয় শোরুমে।

আরো খবর: Realme 10 Pro+ বি’ক্রি শু’রু হলো দেশজুড়ে, ল’ঞ্চ অ’ফা’রে মিলছে বি’রা’ট সুবিধা

এতগুলো ব্যাগ আনার জন্য তাকে সাহায্য করে তার বন্ধুরা, যদিও প্রথমদিকে শোরুমের কর্মীরা এতগুলো ব্যাগের এক টাকার কয়েন গুনতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারা প্রথম দিকেই জানিয়ে দেন যে এত টাকার কয়েন গোনা তাদের পক্ষে সম্ভব না, যুবক সে ব্যাপারে অনুরোধ করে এবং তারপরেই তার মনের কথা সে জানায়, যার পরে কয়েন গোনের কাজ শুরু করেন ওই শোরুমের কর্মীরা।

খবর সূত্রে জানা যায় যে ভেঙ্কেটশের ওই ১১২ টি ব্যাগের টাকা গুনতে অর্ধেক দিনই ফুরিয়ে গেছিল এবং শোরুমের কর্মীরা টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছিল। অবশেষে সেই টাকা গোনার পর ২ লক্ষ ৮৫ হাজার টাকা দিয়েই সে কিনে ফেলল তার স্বপ্নের স্পোর্টস বাইক।