Home দেশ তাজমহল না থাকলে দেশে পেট্রোলের দাম ৪০ টা’কা হতো: ওয়েসী

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাজমহল না থাকলে দেশে পেট্রোলের দাম ৪০ টা’কা হতো: ওয়েসী

আজ ভারতে পেট্রল ৪০ টাকা প্রতি লিটারে বিক্রি হত শাহজাহান যদি তাজমহল না নির্মাণ করতেন। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এমনই ‘বিচিত্র’ দাবি করলেন ।

এআইএমআইএম প্রধান এমন মন্তব্যের মধ্যে দিয়ে আসলে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদ্রুপই করলেন । এদিন তিনি বলেন, দেশের তরুণরা কর্মহীন।

মুদ্রাস্ফীতি লাফিয়ে বাড়ছে। ডিজেল বিক্রি হচ্ছে ১০২ টাকা লিটারে। এই সব কিছুর জন্য দায়ী ঔরঙ্গজেব, মোদি নন। আকবরই বেকারত্বের জন্য দায়ী।


পেট্রলের দাম বেড়েছে তাজমহলের জন্য। ওয়েইসি জানান, তাজমহল না তৈরি হলে পেট্রল আজ ৪০ টাকাতে বিক্রি হত। আমি মনে করি শাহজাহান তাজমহল আর লালকেল্লা তৈরি করে মস্ত ভুল করে ফেলেছিলেন।

ওই সমস্ত অর্থ তাঁর সঞ্চয় করে রাখা উচিত ছিল। ২০১৪ সালে সেই অর্থ মোদির হাতে তুলে দিলেই ঠিক হত।