সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৩-এ আ’র্থি’ক ম’ন্দা থেকে মুক্তি মি’ল’বে বিশ্বের? ভারতের জন্য কি রয়েছে নতুন ব’ছ’রে? কি ব’ল’ছে জ্যোতিষ?

আর মাত্র কয়েকদিন পরেই নতুন বছর। নতুন বছর নিয়ে নানান উন্মাদনা থাকে। কেমন কাটবে ২০২৩ সেই নিয়ে জ্যোতিষীরা নানান গণনা করেছেন। জ্যোতিষ গণনা বলছে ২০২৩ সাল শুরু হবে অশ্বিনী নক্ষত্রে। এর ফলে ভারতের উপর বিশেষ প্রভাব পড়বে কন্যা রাশি। বুধ এবং মঙ্গলের মধ্যে বিশেষ সংযোগ তৈরি হবে। বুধ অর্থাৎ ব্যবসা এবং মঙ্গলের প্রভাবে প্রতিরক্ষা ও যুদ্ধ সংক্রান্ত নানান দিক প্রভাবিত হয়।

ভারতে ব্যবসা সংক্রান্ত এবং প্রতিরক্ষা দিতে নতুন যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে আগামী বছর। তবে নতুন বছরে ব্যাপক পরিমাণ আর্থিক মন্দার সম্মুখীন হতে হবে বিশ্বকে। যদিও বিশ্বের পশ্চিমীর দেশগুলির উপরে আর্থিক সংকট পড়বে সবচেয়ে বেশি। ভারতের উপর কম থাকবে আর্থিক মন্দার পরিমান। ভারতের বাসিন্দাদের মাথাপিছু আয় বাড়বে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রেও লাভের মুখ দেখবে ভারত।

অক্টোবরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতে আসবে ঐতিহাসিক পরিবর্তন। নতুন বছরে ব্যবসার ক্ষেত্রে মধ্যম ফল পাওয়া যাবে। ২০২৩ এ স্টক মার্কেট ভালো অবস্থায় থাকবে। শেয়ার মার্কেটে যারা প্রতিদিন বিনিয়োগ করেন তাদের জন্য কিছু খারাপ খবর আসতে পারে। গ্লামার এবং এন্টারটেইনমেন্ট ক্ষেত্রে ভারত বর্ষ বিশ্বের এক দারুন জায়গায় পৌঁছে যাবে।

আরো খবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হাসপাতালে চিকিৎসাধীন

চিকিৎসা এবং কম্পিউটার সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত তাদের জন্য শুভ ফল নিয়ে আসবে আগামী বছর। ২০২৩ শে যদিও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অনেকটা স্থিমিত থাকবে। প্যালেস্টাইন ইংল্যান্ড হংকং সিরিয়া ইসরাইল সহ বেশ কয়েকটি দেশ নানান রকম সমস্যায় জর্জরিত হতে পারে।

ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা বাড়বে। কুম্ভ রাশিতে গোচর করবে শনি এরপরে বিশ্ব কোন কঠিন সিদ্ধান্ত নেবে।আগামী বছর ইন্দো মার্কিন সম্পর্ক জোরদার হতে চলেছে। ভারতের অর্থনীতি অন্যান্য দেশের অর্থনীতিকে পথ দেখাতে শুরু করবে।

গোটা বিশ্ব যখন আর্থিক মন্দার মুখোমুখি হবে তখন ভারত ত্রাতা হয়ে তাদের পাশে দাঁড়াবে। ২২ শে এপ্রিল থেকে ৩০ অক্টোবর এর মধ্যে ভারতের অভ্যন্তরে কোন অতি নাটকীয় পরিবর্তন হতে পারে। ক্রীড়ার ক্ষেত্রে ভারত এক উচ্চ পদে উন্নত হবে।