সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্যা’ডে’ল ছা’ড়া’ই চল’বে ৪০ কি’মি প’র্য’ন্ত! এ’বা’র এই সংস্থা’য় ইন’ভেস্ট কর’তে চা’ন আনন্দ মাহিন্দ্রা

প্যাডেল ছাড়াই চলবে ৪০ কিমি পর্যন্ত! এবার এই সংস্থায় ইনভেস্ট করতে চান আনন্দ মাহিন্দ্রা

একটি দেশি সাইকেলকে বানিয়ে দেওয়া হল ইলেকট্রিক। হ্যাঁ; এবার আনন্দ মাহিন্দ্রার এমন স্বপ্ন সফল করা ডিভাইস যেমন পছন্দ হয়েছে। যে তিনি সেটিতে ইনভেস্ট করতে চান।

ধ্রুব বিদ্যুৎ নামে একটি সংস্থা এই ডিভাইস বানিয়েছে। ধ্রুব বিদ্যুৎ এর ফাউন্ডার গুড়সৌরভ সিং এই ডিভাইসটি হিরো অথবা অ্যাটলাস এর মত কোম্পানির সাধারণ সাইকেলকে ইলেকট্রিক সাইকেলের কনভার্ট করে দিতে পারে। এই ডিভাইসের সবচেয়ে বড় সুবিধা হল এটি সাইকেলে কোনও রেক্টিফিকেশন না করেই বসিয়ে দেওয়া যায় সাইকেলে।

এটিতে কোনো রকম কাটাছেঁড়া না করেই ইনস্টল করা যায়। এই ডিভাইস দেশের সাইকেলে সবচেয়ে বেশি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে সুবিধে রয়েছে। এটি ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। এটি একবার ফুল চার্জ হওয়ার পর ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তখন আপনাকে আর কোনও প্যাটেল করতে হবে না। ২০ মিনিট প্যাটেলের পর কিলোমিটার যেতে পারবেন। ১৭০ গ্রাম পর্যন্ত ওজন টানতে পারবে। জল এবং আগুন থেকে সম্পূর্ণ নিরাপদ এই ডিভাইস কাদায় এই সাইকেল খুব আরামে এগিয়ে যেতে পারবে। এছাড়া এরমধ্যে ফোন চার্জ করার সুবিধাও রয়েছে।