Home বিনোদন “পালকিতে বউ চলে যায়”, কোথায় হারিয়ে গেলেন এই বিখ্যাত গানের গায়িকা?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“পালকিতে বউ চলে যায়”, কোথায় হারিয়ে গেলেন এই বিখ্যাত গানের গায়িকা?

সঙ্গীত প্রেমীদের কাছে একটা ভালো গান সব সময়ই জনপ্রিয়তা পেয়েছে। আর এভাবেই সমস্ত গায়ক গায়িকারা সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু এমন অনেক গায়ক বা গায়িকা আছেন যারা এক সময় খুব জনপ্রিয়তা পেলেও এখন তাদের গান আর তেমন শোনা যায় না।

আজ সেরকমই একজন গায়িকার কথা বলবো যিনি ৯০ এর দশকে তার গানে মাতিয়েছেন গোটা বাংলাকে। যেকোনো বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে দুর্গা পূজার প্যান্ডেল সব জায়গাতেই তার গান বেজে উঠতো।

তাঁর ” পালকিতে বউ চলে যায়” , ” গোল্ড প্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে” , এরকম নানা হিট গান লোকের মুখে মুখে ফিরত। হ্যা এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন মিতা চ্যাটার্জী।

এই গায়িকার গলা এত সুন্দর ও সরু যে তাঁকে আশাকণ্ঠি বলা হতো। আশা ভোঁসলের গান নকল করতে পারতেন বলে তাকে আরই আশা কণ্ঠি বলা হতো। কিন্তু এই পদবী তার পছন্দ ছিল না। তিনি চাইতেন সকলে তাকে মিতা চ্যাটার্জী নামেই চিনুক।

তার নিজের গলার পরিচিতি পাক। তবে তাঁর এই ” পালকিতে বউ চলে যায় ” এই গানটি যখন প্রথমবার মুক্তি পায় তখন কিন্তু তার জনপ্রিয়তা একেবারেই ছিল না। সাত বছর পর এই গান আরও একবার মুক্তি পেয়েছিল। আর দ্বিতীয়বার মুক্তি পাওয়ার পরই গানটি ব্যাপক মাত্রায় জনপ্রিয়তা পেতে শুরু করে।

গায়িকা নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই কথাটি। জানা যায় ১৯৯৩ সালে তিনি একটি মিউজিক কোম্পানিতে যোগ দেন এবং তার গলায় ‘পালকিতে বউ চলে যায়’ গানটি রিলিজ হয়। কিন্তু তার দুর্ভাগ্য, প্রথমে গানটি দর্শকদের অতটা পছন্দ হয়নি। তাই তখন গানটি হিট ও হয়নি।

কিন্তু এই একই গান সাত বছর পর ২০০০ সালে যখন অন্য একটি মিউজিক কোম্পানি পুনরায় রিলিজ করে তখন মিতার জনপ্রিয়তা রাতারাতি বেড়ে যায়। সকলে তাঁকে চিনতে শুরু করে। তবে তাকে যেহেতু বাংলার আশা ভোঁসলে বলা হতো তাই তার জীবনে একবার আশা ভোঁসলের সঙ্গে দেখা করার ইচ্ছে হয়েছিল।

যদিও সেটি তার পূরণ হয়েছিল। একটি অনুষ্ঠানে তিনি আশা দেবীর পায়ের কাছে বসে ছিলেন এবং তাকে প্রণাম করেন। গায়িকা তাকে জীবনের পথে এগিয়ে যাওয়ার আশীর্বাদ দেন।