সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধনতেরাসের দিনেই মানুষ কে’ন এতো সোনা কে’নে? জেনে নিন

আজ সারা ভারতবর্ষে জুড়ে পালন করা হচ্ছে ধনতেরাস। সোনার দোকান গুলি ক্রেতা সামলাতে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। বেশ কিছু বড় দোকানের সামনে বাঁধা হয়েছে প্যান্ডেল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে সাথেই সোনার দাম বেড়ে গেলেও এই দিন সকলে অল্প হলেও সোনা কিনতে চান। তবে ধনতেরাসের আগেই সোনার দাম কিছুটা কমে যাওয়ার ফলে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটে উঠেছে। এইদিন মা লক্ষ্মী কে সন্তুষ্ট করার দিন। হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী পালিত হয় ধনতেরাস উৎসব।

এই বছর ধনতেরাসের শুভ মুহূর্ত রয়েছে মঙ্গলবার ৬ টা ১৭ মিনিট থেকে শুরু করে রাত ৮ টা ১১ মিনিট পর্যন্ত। মূলত এই সময়টা কেনাবেচার করার জন্য ভীষণভাবে শুভ। পুরাণ অনুযায়ী, ধনতেরাসের কিছু কাহিনী বহুল প্রচলিত রয়েছে। রাজা হিমার ১৬ বছরের ছেলের কুষ্ঠি তে লেখা ছিল, বিয়ে ঠিক চার দিনের মাথায় সাপের কামড়ে মৃত্যু হবে তার। তাই চতুর্থ রাতে স্বামীকে ঘুমাতে দেননি স্ত্রী। সোনাদানা সমস্ত জোগাড় করে ঘর আলো করে রেখেছিলেন যাতে কেউ ঢুকতে না পারে। পরদিন মৃত্যুর দেবতা দরজায় এসে উপস্থিত হন কিন্তু সোনার যৌলসে তার চোখ এতটাই ধাঁধিয়ে যায় যে রাজকুমারকে না নিয়েই চলে যান মৃত্যুর দেবতা।

এইভাবে স্ত্রীর বুদ্ধিতে প্রাণ বেঁচে যায় রাজপুত্রের। সেই দিন থেকে এই দিনটি ধাতু কেনার ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়। এদিন কুবেরের পুজো করা হয়। তাই এই দিন ব্যবসায়ীরা নতুন কিছু কেনা বেচা করেন। সোনা কিনে বাড়িতে নিয়ে আসার পর এই দিন ঘর পরিষ্কার করে লক্ষ্মী পুজো করা হয় যাতে সারা জীবন বাড়িতেই লক্ষ্মী বিরাজ করতে পারেন।