সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কে ভো’গ করেছে কাটমানি? তৃণমূল নেতার অডিও-তে উঠে এ’লো অনুব্রতর না’ম!

এখন অনুব্রত মণ্ডল কলকাতার চিনার পার্কের বাড়িতে রয়েছেন। এর মধ্যেই একটি অডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে অনুব্রত মণ্ডলের গলা শোনা না গেলেও তাঁর নাম ভেসে উঠেছে ওই অডিয়ো–তে। যে ওই অডিয়ো–তে দুজনের কথোপকথনে উঠে এসেছে কেষ্ট’‌র নাম।

গীতাঞ্জলী প্রকল্পের বাড়ির টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতার কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। বীরভূমের নাম থেকে শুরু করে ভুল বোঝাবুঝি হয়েছে বলে কেষ্টদা বিষয়টি মিটমাট করে নিতে নির্দেশ দিয়েছেন বলেও অডিয়ো–তে শোনা যায়।

অভিযোগ উঠেছে, গত ৩০ এপ্রিল বীরভূমের রাজগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা লাইলি বিবির কাছ থেকে গীতাঞ্জলী প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য ১৮ হাজার টাকা কাটমানি নেওয়া হয়।

আরো পড়ুন: যু’দ্ধে’র আবহে টাকার দা’মে ভা’রী পতন, বিনিয়োগকারীরা বেশ চি’ন্তি’ত

এই অভিযোগ উঠেছিল মুরারই–১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা পরমানন্দ সাঁতরার বিরুদ্ধে। এমনকী কাটমানির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেতা অচিন্ত্য ঘোষ সরব হয়েছিলেন পরমানন্দ সাঁতরার বিরুদ্ধে।

এরপরই ফোনের কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়ে যায়। যেখানে একপ্রান্তে অচিন্ত্য ঘোষ এবং অন্যপ্রান্তে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় ঘোষ রয়েছেন।

ওই অডিয়ো’‌য় শোনা গিয়েছে, বিনয় ঘোষ বলেন, তুমি সংবাদমাধ্যমকে বলো, এটা সমঝোতা হয়ে গিয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছিল। এটা কেষ্ট দা বলেছে। তা না হলে দল ছাড়তে হবে। অচিন্ত্য ঘোষ সেখানে বলেন, কাটমানির টাকা যতক্ষণ না ফেরৎ দেবে ততক্ষণ কোনও বিবৃতি দেব না।