সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিষধর সাপ ধরতে গিয়ে এক ছোবলেই মৃ’ত্যু সর্পবন্ধুর, রইলো ভিডিও

স্নেক ক্যাচারদের কাজই হল নানা জায়গায় গিয়ে বিভিন্ন কৌশলে সাপ ধরা। সাপ না মেরে সেগুলিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন তারা। মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ার পরাসিয়া ব্লকে ‘সর্প বন্ধু’ হিসেবে পরিচিত এক স্নেক ক্যাচারের মৃত্যু ঘটে সাপের ছোবলেই। এত কৌশল জানা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। সাপের ছোবলেই প্রাণ হারাতে হয়েছে বছর ৪৩-এর ওই স্নেক ক্যাচারকে৷ তিনি কোবরা প্রজাতির একটি সাপকে বোতলবন্দী করছিলেন। ঠিক সেই সময়েই মৃত্যু এসে স্বয়ং উপস্থিত হল ওই ব্যক্তির সামনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সাপ ধরার ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, বিষধর সাপ কোবরাকে বাগে আনতে বেশ বেগ পেতে হয়েছিল ওই ব্যক্তিটিকে। সেটি এতটাই ছটফট করছিল যে, কিছুতেই সেটিকে বোতলবন্দী করা যাচ্ছিল না৷ তবে শেষমেষ সফল হয়েছিলেন। কিন্তু ওই সময়ের মধ্যেই সাপটি তাঁর হাতে কামড় দেয় এবং সাপটিকে উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই শরীর অসুস্থ লাগতে শুরু করে ওই ব্যক্তির৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান বলেই খবর।

ওই মৃত ব্যক্তির নাম সন্তরাম। জানা গেছে, রাস্তায় একটি ইটের পাশে কুণ্ডলী পাকিয়ে পড়ে ছিল সাপটি। সেটিকে হাতের মধ্যে নিয়ে প্লাস্টিকের বোতলের মধ্যে ঢোকাতে গিয়েই ঘটে বিপত্তি। অনেক কষ্টে নিজের কাজে সফল হলেও শেষ রক্ষা হয়নি। বিষধর সাপের ছোবলেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন গ্রামের একমাত্র স্নেক ক্যাচার সন্তরাম ৷ এতদিনের পেশার সঙ্গী সেই সাপের ছোবলেই মৃত্যু হল ‘সর্পবন্ধু’ সন্তরামের ৷