সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন কোন জেলা ভি’জ’তে পারে? কোথায় তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা? কি বলছে হাওয়া অফিস?

গ্রীষ্ম যেন চলে গিয়েও যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনি নিস্তার নেই। প্রবল গরম থেকে কবে রেহাই মিলবে তা এখনো পর্যন্ত হলফ করে বলা যাচ্ছে না। তবে এর মধ্যেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবার তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে তবে সেইসঙ্গে বজায় থাকবে অস্বস্তি।

কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।সতর্কবার্তা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার জন্য।

এছাড়া পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপ প্রবাহ জারি থাকবে। সোমবারের মতন একই পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবার। ঝড় বৃষ্টির পরিমাণ অবশ্য সামান্য বৃদ্ধি পেতে পারে বুধবার ঐদিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

কলকাতা এবং দক্ষিণের অন্যান্য জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে আগামী তিন দিন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।