সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোথায় হা’রি’য়ে গেলেন নুসরত জাহান? সাংসদের না’মে পড়লো পোস্টার বসিরহাটে

তৃণমূল সাংসদ নুসরাত জাহান নিখোঁজ হয়েছেন! বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকা তার নিখোঁজ পোস্টারে রীতিমতো ছেয়ে গিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহল সরগরম।

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরতের নামে সোমবার নিখোঁজ পোস্টার পড়েছে বলে জানা যাচ্ছে। বিরোধী শিবিরের দাবি শাসকদলের গোষ্ঠী কোন্দলের কারণে এই পোস্টার পড়েছে।

দেগঙ্গা ব্লকের হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েত বসিরহাট লোকসভার অন্তর্গত। সোমবার এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাপাতলা এলাকায় অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের নামে নিখোঁজ এবং সন্ধান চাই পোস্টার দেখা যাচ্ছে। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরো পড়ুন: দশম শ্রেণী পাশ হলেই যোগ দি’তে পারবেন সেনাবাহিনীতে, জানুন বিস্তারিত

তৃণমূল সাংসদের উপর এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ছেন। বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম এর আগে এলাকার উন্নয়নে অনেক কাজ করেছেন বলে দাবি করছেন দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী।

অন্যদিকে তৃণমূলের বর্তমান সাংসদের সেভাবে দেখাই পাওয়া যায় না। বিরোধীরা গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত দিলেও শাসকদলের তরফ থেকে ঘটনাটিকে বিরোধীদের কাজ বলে উল্লেখ করা হয়েছে।

পোস্টার নজরে আসতেই দলীয় কর্মীদের দিয়ে তা ছিঁড়ে ফেলা হয়েছে।তারকা সাংসদের অনুপস্থিতির অভিযোগে ক্ষুব্ধ বসিরহাটের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট উত্তর ও দক্ষিণ বিধানসভার তৃণমূলের একাংশও ক্ষুব্ধ বলে জানা যাচ্ছে।