সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না পরিস্থিতির মধ্যে ক’বে স্কুল খু’ল’বে? আদৌ কি এবছর খু’ল’বে বিদ্যালয়?

করোনা আবহে কবে খুলবে স্কুল? এই প্রশ্নের উত্তরে ফের রাজ্যের কোর্টেই বল ঠেলল কেন্দ্র। সূত্রের খবর, শিশুদের মধ্যে টিকাকরণ না হওয়া পর্যন্ত স্কুল খোলার ব্যাপারে ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ইঙ্গিত দিয়েছেন, আগস্ট থেকে শুরু হতে পারে শিশুদের টিকাকরণ। রাজনৈতিক মহলের দাবি, তার আগে কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

যদিও বিশেষজ্ঞরা দ্রুত স্কুল খোলার ব্যাপারে ইতিমধ্যেই সওয়াল করেছেন । তাঁদের দাবি মেনে স্কুল খোলার বিষয়ে রাজ্যের কোর্টেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতে আগস্টেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে । এমনই অশনি সংকেত বিশেষজ্ঞদের। সূত্রের দাবি, এই অশনি সংকেতে খানিকটা দোটানায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারি সূত্রে দাবি, শিক্ষক-অশিক্ষক কর্মীদের টিকাকরণ যত দ্রুত করতে পারবে রাজ্যগুলি, তত দ্রুতই স্কুল খোলার সম্ভাবনা তৈরি হবে।

দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছিল, ভারতে করোনার তৃতীয় ঢেউ এলেও তা ক্ষতি করতে পারবে না শিশুদের। কিন্তু তৃতীয় ঢেউ আসার দোরগোড়ায় দাঁড়িয়ে মন্ত্রকের কর্তাদের ভাবাচ্ছে সংক্রমণের বিষয়টি। সম্প্রতি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া দাবি করেন, শিশুদের শরীরে করোনা রোখার ক্ষমতা অনেক বেশি।