সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে হবে চন্দ্রগ্রহণ? কোন রাশির জাতক-জাতিকারা হবেন লাভবান? কা’রা সাবধানে থাকবেন? জানুন খুঁটিনাটি

২০২১ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৯শে নভেম্বর। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। চন্দ্রগ্রহণ হতে চলেছে ভারতীয় সময় এর উপর ভিত্তি করে সকাল ১১.৩৪ থেকে বিকেলের ৫.৩৩ পর্যন্ত। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগর, উত্তর পশ্চিম আফ্রিকাতে। ভারতের থেকে সম্পূর্ণ রকম চন্দ্রগ্রহণের দৃশ্য দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণ সূর্য অস্ত যাওয়ার পরবর্তী সময়ে কিছুসময়ের জন্য স্থায়ী হতে দেখা যাবে।

জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রগ্রহণকে বেশ গুরুত্বপূর্ণই ধরা হয়। চন্দ্রগ্রহণটি বৃষভ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রে হতে চলেছে। শুক্র হলো বৃষভ রাশির অধিপতি এবং সূর্য হল কৃত্তিকা নক্ষত্রের অধিপতি। সূর্য এবং শুক্র সংযোগে যে সমস্ত রাশি রয়েছে সেই সমস্ত রাশির জাতক-জাতিকাদের ওপর পড়তে পারে শুভ, অশুভর কিছু প্রভাব।

এই চন্দ্র গ্রহণের ফলে যে সমস্ত রাশির উপর ভালো প্রভাব পড়বে তারা হল কুম্ভ, তুলা, মীন রাশি। এই তিনটি রাশির ক্যারিয়ারে এবার নতুন কোন অধ্যায় শুরু হতে চলেছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বদলির যোগ রয়েছে এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বেশ লাভ করার সুযোগ রয়েছে। এই চন্দ্র গ্রহণের ফলে বৃষভ রাশি, সিংহ,মেষ,বৃশ্চিকের উপর কিছুটা অশুভ প্রভাব পড়তে চলেছে। এই সমস্ত রাশির জাতক- জাতিকাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে।