সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে হবে উচ্চ মাধ্যমিক? প্রস্তাবিত রু’টি’ন রাজ্যের কা’ছে, জেনে নিন বিস্তারিত

বিগত দুই বছর ধরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অনিশ্চয়তার মধ্যেই সম্পন্ন হচ্ছে। তবে আগামী বছর পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এখন থেকেই পরের বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ নিয়ে বিবেচনা শুরু হয়েছে।

এই মর্মে সম্প্রতি রাজ্য সরকারের কাছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর জন্য প্রস্তাবিত রুটিন পাঠানো হয়েছে। উল্লেখ্য, এতদিন প্রতিবছর মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে করোনার কারণে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হতে পারেনি। গত বছরেও করোনার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছেন পুজোর পরে পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খোলা যেতে পারে। অতএব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস করানোর জন্য পাঁচ মাস সময় হাতে পাওয়া যেতে পারে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকেরা আশা করছেন, পুজোর পর স্কুল খুললে এই সময়কালের মধ্যেই সিলেবাস শেষ করা সম্ভব হবে।

স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২-এর কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তুতি নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এপ্রিল মাসের প্রথমেই যদি পরীক্ষা শুরু করা যায় তাহলে মাঝে মাঝে সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। এমনটাই মত স্কুল শিক্ষা দপ্তরের।