সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে দক্ষিণবঙ্গে ফি’রে আ’স’বে ঠান্ডা? যা বললো হাওয়া অফিস

বছর শেষে এখনো তাপমাত্রার পারদ সেভাবে নামেনি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের তাপমাত্রা এখনই কমবে না। কিন্তু নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিগত কয়েকদিন ধরে সকালের দিকে আকাশের মুখ থাকছে ভার। তবে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানা গিয়েছে।।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে। তবে তাপমাত্রা এখনই কমবে না। বড়দিনের আগে দক্ষিণবঙ্গে শীত পড়েনি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রী সেলসিয়াস। আকাশ মেঘলা ছিল তাই শীতের দাপট ছিল কম। আলিপুর এর তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কমবে। সঙ্গে ঠান্ডা পড়বে। তাই নববর্ষ শুরু হওয়ার আগেই শীতের আমেজে কাঁপবে পশ্চিমবঙ্গবাসী। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে তাপমাত্রা। এমনটাই জানানো হয়েছে আলিপুরের তরফ থেকে।